বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা সম্পর্কে আকর্ষণীয় কিছু তথ্য – Creative IT Blog
Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611
Home / ফিচার / বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা সম্পর্কে আকর্ষণীয় কিছু তথ্য

বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা সম্পর্কে আকর্ষণীয় কিছু তথ্য

এই ধরাধামের সবচেয়ে উঁচু ভবন কোনটি? এতদিনে সেটির নাম অনেকেরই জানা হয়ে গেছে, দুবাইয়ের বুর্জ খলিফা । বিশ্বের সবচেয়ে উঁচু এই ভবনটি সম্পর্কে আকর্ষণীয় কিছু তথ্য থাকছে আজ প্রিয়লেখার পাতায়।

  • বুর্জ খলিফার উচ্চতা ২৭১৬.৫ ফুট, মিটারে লিখতে গেলে যা দাঁড়ায় ৮২৮ মিটারে। এটি হল আর্কিটেকচারাল হাইট, এই ৮২৮ মিটার উচ্চতা পর্যন্ত মানুষ পৌঁছাতে পারে না। এই ভবনের সর্বোচ্চ ৫৮৪.৫ মিটার বা ১৯১৮ ফুট পর্যন্ত মানুষের অবস্থান আছে।
  • ভবনে ১৬৪ টি ফ্লোর আছে। এর মধ্যে ১৬৩ টি মাটির উপরে, আর একটি ফ্লোর মাটির নিচে! ভবনে মোট ৫৮ টি লিফট আছে, যেগুলোর একেকটি সেকেন্ডে সর্বোচ্চ ১০ মিটার গতিতে উঠানামা করতে পারে। বুর্জ খলিফায় ২৯৫৭ টি পার্কিং স্লট, ৩০৪ টি হোটেল ও ৯০০ টি অ্যাপার্টমেন্ট আছে।

সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা

  • ২০০৪ সালে শুরু হয়ে ২০০৯ সালে শেষ হয় এর নির্মাণকাজ। পরে ২০১০ সালে এটি উদ্বোধন করা হয়।
  • ভবনটির নাম প্রথমে রাখা হয়েছিল বুর্জ দুবাই। পরবর্তীতে ২০১১ সালে এর নাম বদলে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট খলিফা বিন যায়েদ আল নাহিয়ানের নামে রাখা হয় বুর্জ খলিফা।
  • বুর্জ খলিফা উচ্চতায় আইফেল টাওয়ার এর ৩ গুণ, এম্পায়ার স্টেট বিল্ডিং এর প্রায় দ্বিগুণ।
  • ভবনটি তৈরিতে যে পরিমাণ কংক্রিট ব্যবহার করা হয়েছে তা প্রায় ১ লাখ হাতির ওজনের সমান! নির্দিষ্ট করে বলতে গেলে ১ লাখ ১০ হাজার টন কংক্রিট ব্যবহার করা হয়েছে এই ভবন নির্মাণে।
  • বুর্জ খলিফা ভবনটি নির্মাণের সময় একদিনে সর্বোচ্চ ১২ হাজার শ্রমিক একসাথে কাজ করেছেন।

 বুর্জ খলিফা

  • বুর্জ খলিফায় প্রতিদিন আড়াই লাখ গ্যালন পানির দরকার হয়। আর বিদ্যুৎ? ১০০ ওয়াটের ৩ লাখ ৬০ হাজারটি বাল্ব একসাথে জ্বললে যে পরিমাণ বিদ্যুৎ লাগে বুর্জ খলিফাতেও প্রতিদিন সেই পরিমাণ বিদ্যুৎ লাগে।
  • বুর্জ খলিফার ১৫ টি ফ্লোর জুড়ে রয়েছে আরমানির ৩০৪ কক্ষ বিশিষ্ট হোটেল। ২০১০ সালের ২৭ এপ্রিল আরমানির চারটি হোটেলের প্রথমটির উদ্বোধন করা হয় বুর্জ খলিফায়।
  • বুর্জ খলিফায় যে ৯০০ টি আবাসিক অ্যাপার্টমেন্ট রয়েছে, বাজারে আসার মাত্র ৮ ঘণ্টার মধ্যেই সবকয়টি অ্যাপার্টমেন্ট বিক্রি হয়ে যায়!
  • নিচতলা থেকে শুরু করে ১৬০ তম ফ্লোর পর্যন্ত মোট ২৯০৯ টি সিঁড়ি আছে বুর্জ খলিফায়।
  • বুর্জ খলিফার বাইরে ২১৭ মিলিয়ন ডলার খরচ করে বানানো হয়েছে ‘দুবাই ফাউন্টেন’। ঝর্ণাটির আলোকসজ্জার জন্য ব্যবহার করা হচ্ছে ৬৬০০ টি বাতি। ঝর্ণাটি প্রায় ৯০০ ফুট লম্বা।

দুবাই ফাউন্টেন

  • বুর্জ খলিফার চারপাশ থেকে ঘিরে আছে ২৭ একর জায়গাবিশিষ্ট একটি পার্ক।
  • মিশন ইম্পসিবল-ঘোস্ট প্রটোকল সিনেমার কিছু অংশের শুটিং হয়েছে বুর্জ খলিফায়।

 

About Sanjoy Basak Partha

Check Also

কথা বলবার সময় আমরা ‘অ্যা’, ‘উম’ এসব উচ্চারণ করি কেন?

কথা বলবার সময় আমরা অনেকেই মুখ দিয়ে ‘অ্যা’, ‘উম’ ইত্যাদি আওয়াজ নিঃসরণ করে থাকি। এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *