অলরাউন্ডার ‘দের তালিকার শীর্ষে সাকিব আল হাসান : র‍্যাঙ্কিং শীর্ষে স্মিথ-কোহলি – Creative IT Blog
Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611
Home / অন্যান্য / অলরাউন্ডার ‘দের তালিকার শীর্ষে সাকিব আল হাসান : র‍্যাঙ্কিং শীর্ষে স্মিথ-কোহলি

অলরাউন্ডার ‘দের তালিকার শীর্ষে সাকিব আল হাসান : র‍্যাঙ্কিং শীর্ষে স্মিথ-কোহলি

ব্রিসবেন টেস্টের আগেই তিনি ছিলেন টেস্টের নম্বর ওয়ান ব্যাটসম্যান । অ্যাশেজের প্রথম টেস্টে ১৪১ রানের দুর্দান্ত অপরাজিত ইনিংস খেলে স্টিভেন স্মিথ বাকিদের সাথে ব্যবধানটাই বাড়িয়ে নিলেন কেবল। পাঁচ পয়েন্ট বেড়ে স্মিথের পয়েন্ট এখন ৯৪১, একইসাথে শীর্ষস্থানটা করেছেন আরেকটু সুসংহত।

তবে নাগপুর টেস্টে সেঞ্চুরি করে হারানো দ্বিতীয় স্থান আবারো পুনরুদ্ধার করেছেন ভারতের টপ অর্ডার ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। ১৪৩ রানের ইনিংস খেলে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও ইংল্যান্ডের জো রুটকে পেছনে ফেলে ৮৮৮ পয়েন্ট নিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছেন পূজারা।

টেস্ট ও টি-২০ অলরাউন্ডারের তালিকায় নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান । ৪৩৮ পয়েন্ট নিয়ে সেরা টেস্ট অলরাউন্ডার বাংলাদেশের এই তারকা, ৪১৪ ও ৩৮৯ পয়েন্ট নিয়ে সাকিব আল হাসান এর পরের দুইটি স্থানে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। টি-২০ র‍্যাঙ্কিংয়েও সাকিব আল হাসান ধরে রেখেছেন নিজের স্থান। দ্বিতীয় স্থানে থাকা গ্লেন ম্যাক্সওয়েলের চেয়ে ২৪ পয়েন্ট এগিয়ে থেকে ৩৫৪ পয়েন্ট নিয়ে সবার উপরে আছেন সাকিব আল হাসান ।

সাকিব আল হাসান

তবে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সাকিব আল হাসান আছেন দ্বিতীয় স্থানে। সম্প্রতি বোলিং অ্যাকশন অবৈধ ঘোষিত হওয়া পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ৩৫৩ পয়েন্ট নিয়ে আছেন ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। ৩৪৬ পয়েন্ট নিয়ে সাকিব আছেন ঠিক তার পেছনেই।

র‍্যাঙ্কিং প্রথা চালু হওয়ার পর থেকে টেস্ট ইতিহাসে স্মিথের ৯৪১ পয়েন্টের চেয়ে বেশি পয়েন্ট সংগ্রহ করতে পেরেছেন কেবল চারজন ব্যাটসম্যান। ৯৪১ পয়েন্ট নিয়ে সাবেক ইংলিশ অধিনায়ক পিটার মে এর সাথে যুগ্মভাবে ৫ নম্বরে আছেন স্মিথ, তাঁর উপরে আছেন স্যার ডন ব্র্যাডম্যান (৯৬১), লেন হাটন (৯৪৫), জ্যাক হবস (৯৪২) ও রিকি পন্টিং (৯৪২)। আগামী শনিবার শুরু হতে যাওয়া অ্যাডিলেডের দিবা-রাত্রির টেস্টেও এই ফর্ম ধরে রাখতে পারলে হাটনকে ছাড়িয়ে যাওয়াও অসম্ভব নয় স্মিথের পক্ষে।

পূজারা

ক্যারিয়ারে এই নিয়ে ৩য় বারের মত টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুইয়ে উঠলেন পূজারা, এবং তিনবারই এই বছর। প্রথমবার উঠেছিলেন এই বছরেরই মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে রাঁচি টেস্টের পর। এরপর দ্বিতীয়বার উঠেছিলেন আগস্টে কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৩ করার পর। নাগপুর টেস্টে ডাবল সেঞ্চুরি করে বড় একটা লাফই দিয়েছেন পূজারার অধিনায়ক বিরাট কোহলি। ৬০ পয়েন্ট বেড়ে কোহলির পয়েন্ট এখন ৮৭৭, জো রুট ও কেন উইলিয়ামসনের পরে পঞ্চম স্থানে আছেন ভারত অধিনায়ক।

সাকিব আল হাসান ছাড়াও বাংলাদেশের আরও দুইজন আছেন টি-২০ র‍্যাঙ্কিংয়ের সেরা দশে। টি-২০ এর সেরা বোলারদের মধ্যে ৭ম স্থানে আছেন মুস্তাফিজুর রহমান। আর সেরা অলরাউন্ডারের তালিকায় মাহমুদউল্লাহ রিয়াদও জায়গা পেয়েছেন ৭ম স্থানে।

শীর্ষ ১০ টেস্ট ব্যাটসম্যান-

র‍্যাঙ্ক নাম রেটিং পয়েন্ট
০১ স্টিভেন স্মিথ ৯৪১
০২ চেতেশ্বর পূজারা ৮৭৭
০৩ জো রুট ৮৮১
০৪ কেন উইলিয়ামসন ৮৮০
০৫ বিরাট কোহলি ৮৭৭
০৬ ডেভিড ওয়ার্নার ৮২৬
০৭ হাশিম আমলা ৭৯৫
০৮ আজহার আলী ৭৫৫
০৯ লোকেশ রাহুল ৭৩৫
১০ ডিন এলগার ৭৩২

 

শীর্ষ ১০ টেস্ট বোলার-

র‍্যাঙ্ক নাম রেটিং পয়েন্ট
০১ জেমস অ্যান্ডারসন ৮৯১
০২ রবীন্দ্র জাদেজা ৮৮০
০৩ কাগিসো রাবাদা ৮৭৬
০৪ রবিচন্দ্রন অশ্বিন ৮৪৯
০৫ রঙ্গনা হেরাথ ৮০৭
০৬ জশ হ্যাজলউড ৭৯৮
০৭ নাথান লায়ন ৭৫৩
০৮ ডেল স্টেইন ৭৪৮
০৯ নিল ওয়াগনার ৭৪৫
১০ মিচেল স্টার্ক ৭৪৪

 

শীর্ষ ১০ টেস্ট অলরাউন্ডার-

র‍্যাঙ্ক নাম রেটিং পয়েন্ট
০১ সাকিব আল হাসান ৪৩৮
০২ রবীন্দ্র জাদেজা ৪১৪
০৩ রবিচন্দ্রন অশ্বিন ৩৮৯
০৪ বেন স্টোকস ৩৮৮
০৫ মঈন আলী ৩৭৯
০৬ ভারনন ফিলান্ড্যার ৩১৯
০৭ মিচেল স্টার্ক ৩০৫
০৮ জেসন হোল্ডার ২৩৩
০৯ রঙ্গনা হেরাথ ২২০
১০ স্টুয়ার্ট ব্রড ২০৫

 

শীর্ষ ১০ ওয়ানডে ব্যাটসম্যান-

 

র‍্যাঙ্ক নাম রেটিং পয়েন্ট
০১ বিরাট কোহলি ৮৮৯
০২ এ.বি.ডি. ভিলিয়ার্স ৮৭২
০৩ ডেভিড ওয়ার্নার ৮৬৫
০৪ বাবর আজম ৮৪৬
০৫ কুইন্টন ডি কক ৮০৮
০৬ জো রুট ৮০২
০৭ রোহিত শর্মা ৭৯৯
০৮ ফাফ ডু প্লেসিস ৭৭৩
০৯ হাশিম আমলা ৭৬৬
১০ কেন উইলিয়ামসন ৭৬০

 

শীর্ষ ১০ ওয়ানডে বোলার-

র‍্যাঙ্ক নাম রেটিং পয়েন্ট
০১ হাসান আলী ৭৫৯
০২ ইমরান তাহির ৭৪৩
০৩ জসপ্রীত বুমরাহ ৭১৯
০৪ জশ হ্যাজলউড ৭১৪
০৫ কাগিসো রাবাদা ৭০৮
০৬ মিচেল স্টার্ক ৬৮৪
০৭ ট্রেন্ট বোল্ট ৬৭১
০৮ অক্ষর প্যাটেল ৬৫৩
০৯ রাশিদ খান ৬৪৭
১০ লিয়াম প্লাঙ্কেট ৬৪৬

 

শীর্ষ ১০ ওয়ানডে অলরাউন্ডার-

র‍্যাঙ্ক নাম রেটিং পয়েন্ট
০১ মোহাম্মদ হাফিজ ৩৫৩
০২ সাকিব আল হাসান ৩৪৬
০৩ মোহাম্মদ নবী ৩২৯
০৪ বেন স্টোকস ২৯৩
০৫ অ্যাঞ্জেলো ম্যাথিউস ২৯০
০৬ জেমস ফকনার ২৮০
০৭ জেসন হোল্ডার ২৭৩
০৮ মঈন আলী ২৬৮
০৯ মিচেল স্যান্টনার ২৬১
১০ মিচেল মার্শ ২৬০

 

শীর্ষ ১০ টি-২০ ব্যাটসম্যান-

র‍্যাঙ্ক নাম রেটিং পয়েন্ট
০১ বিরাট কোহলি ৮২৪
০২ অ্যারন ফিঞ্চ ৭৮৪
০৩ এভিন লুইস ৭৮০
০৪ কেন উইলিয়ামসন ৭১৬
০৫ গ্লেন ম্যাক্সওয়েল ৭০০
০৬ অ্যালেক্স হেলস ৬৯০
০৭ জো রুট ৬৮৩
০৭ হাশিম আমলা ৬৮৩
০৯ জো রুট ৬৭৯
১০ বাবর আজম ৬৬৪

 

শীর্ষ ১০ টি-২০ বোলার-

র‍্যাঙ্ক নাম রেটিং পয়েন্ট
০১ জসপ্রীত বুমরাহ ৭২৪
০২ ইমাদ ওয়াসিম ৭১৯
০৩ রাশিদ খান ৭১৭
০৪ স্যামুয়েল বদ্রী ৬৯৪
০৫ ইমরান তাহির ৬৯১
০৬ সুনীল নারাইন ৬৭৬
০৭ মুস্তাফিজুর রহমান ৬৬৭
০৮ জেমস ফকনার ৬৬১
০৮ সাকিব আল হাসান ৬৬১
১০ ইশ সোধি ৬৫৬

 

শীর্ষ ১০ টি-২০ অলরাউন্ডার

র‍্যাঙ্ক নাম রেটিং পয়েন্ট
০১ সাকিব আল হাসান ৩৫৪
০২ গ্লেন ম্যাক্সওয়েল ৩৩০
০৩ মোহাম্মদ নবী ২৭৫
০৪ মারলন স্যামুয়েলস ২৭০
০৫ জেপি ডুমিনি ২১৩
০৬ পিটার বোরেন ২০২
০৭ মাহমুদউল্লাহ ২০০
০৮ পল স্টার্লিং ১৯৩
০৮ শোয়েব মালিক ১৯৩
১০ বিরাট কোহলি ১৯০

আরো পড়ুন

 গাপটিল যেন এক বিস্ময়ের নাম

About Sanjoy Basak Partha

Check Also

হ্যাকারের হাত থেকে কিভাবে সোনার ডিম পাড়া সাইটটিকে সম্পূর্ণরূপে ঝুঁকিমুক্ত রাখবেন ?

আমরা সবাই জানি যে, যখন কোনো ওয়েবসাইট রেডি করে সেটাকে এসইও করার মাধ্যমে একটা ভালো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *