শিখুন | আয় করুন | ফি পরিশোধ করুন প্রোগ্রামে ক্রিয়েটিভ আইটি গড়বে দক্ষ প্রজন্ম – Creative IT Blog
Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611
Home / ফিচার / শিখুন | আয় করুন | ফি পরিশোধ করুন প্রোগ্রামে ক্রিয়েটিভ আইটি গড়বে দক্ষ প্রজন্ম

শিখুন | আয় করুন | ফি পরিশোধ করুন প্রোগ্রামে ক্রিয়েটিভ আইটি গড়বে দক্ষ প্রজন্ম

“প্রজন্মের হাতে খড়ি হোক জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে, পুঁথিগত বিদ্যা ও নিছক ডিগ্রী বা সার্টিফিকেটে নয়”

আপনারা যারা গ্রাফিক ডিজাইনের  কাজ শিখেছেন, জানেন ফটোশপ ও ইলাস্ট্রেটর তবু কাজের মাঝে সফলতা খুঁজে  পাচ্ছেন না, ভালো আয় করতে পারছেন না তাদের জন্য আমরা এনেছি Advance Graphic Design, Professional UI/UX Design,  WordPress Theme Development, CCNA (Routing & Switching)  – শিখুন | আয় করুন | ফি পরিশোধ করুন প্রোগ্রামে ।

https://www.facebook.com/CreativeITInstitute/videos/1647070958677492/

 

শিখুন | আয় করুন | ফি পরিশোধ করুন

 

বর্তমান বিশ্বে চাকুরী পেতে বা ভালো একটি ক্যারিয়ারের অধিকারী হতে হলে শুধু ডিগ্রী কিন্তু যথেষ্ট নয়। কারণ জনসংখ্যার বিস্তারে চাকুরীর বাজার প্রতিনিয়ত সংকুচিত হচ্ছে। প্রতিবছর পাশ করছে লাখ – লাখ বিষয় ভিত্তিক গ্র্যাজুয়েট। মেধা কিন্তু কারো কম নেই। কিন্তু তীব্র প্রতিযোগীতার সম্মুখীন হয়ে অনেকে হয়তো পাচ্ছেন না বিষয়ভিত্তিক কাঙ্খিত চাকুরী। তবে কেন এই চাকুরীর আশায় বসে থাকা? নিজেকে কিন্তু কারিগরী শিক্ষায় অধিকতর যোগ্য করে চাকুরীর বাজার দখল করা সম্ভব। খালি প্রয়োজন সুযোগ সৃষ্টি।

আপনি হয়তো কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছেন? অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ করছেন ডিপ্লোমা। আর কিছুদিন বাদেই হয়তো ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট। বা আপনার চাকরি এই মুহূর্তে প্রয়োজন। কিন্তু বাস্তবতা বলছে ভালো সিজিপিএ নিয়েও ফ্রেশারদের এই মুহূর্তে চাকুরি পাওয়া সত্যি কঠিন।

তাই বলে কি আশা হারাবেন? না আশা কেন হারাবেন আপনার চোখের সামনেই তো আছে সুবর্ণ সুযোগ। সুযোগ গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিজের  ক্যারিয়ারকে গড়ে তোলার। সুযোগ শিখে আয় করার।

তো চ্যালেঞ্জ নিতে আপনারা প্রস্তুত তো???

যারা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তাদের জন্য আমরা নিয়ে এসেছি ‘আয় করে কোর্স ফি পরিশোধের সুযোগ’-

https://www.facebook.com/CreativeITInstitute/videos/1653688134682441/

 

এবারে আছে সি সি এন এ (রাউটিং অ্যান্ড স্যুইচিং)

 CISCO Certified CCNA: Routing & Switching.

CISCO কি?

CISCO Systems Inc. বিশ্বের সবচেয়ে চেয়ে বড় নেটওয়ার্কিং কোম্পানি। CISCO বহুজাতিক প্রযুক্তি সংস্থা, যা নেটওয়ার্কিং হার্ডওয়্যার,টেলিকমিউনিকেশন সরঞ্জাম এবং অন্যান্য উচ্চ-প্রযুক্তি সেবা ও পণ্যগুলি প্রস্তুত এবং বিক্রি করে। , ইন্টারনেটের থিংস (আইওটি), ডোমেইন সিকিউরিটি  এবং এনার্জি ম্যানেজমেন্টে CISCO বিশেষজ্ঞ।    

CCNA কি?

CCNA শব্দের পূর্ণ রূপ হচ্ছে Cisco Certified Network Associate. যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  হিসেবে ক্যারিয়ার গড়তে চাইছেন তাদের জন্য এই সার্টিফিকেট টা আবশ্যক।

CCNA কোর্সে কি শিখানো হয়?

CCNA কোর্সে আপনি শিখতে পারবেনঃ-  Network, OSI Model, TCP/ISP, Subnetting, VLSM, Routing, switching network security, NAT, IPV6, Enhanced IP Services, WAN, Extra Facility, Vendor Exam Support, Internship Program, Placement Support

CCNA করে ক্যারিয়ার কি হতে পারে?

CCNA করে আপনি হতে পারবেন:- Network Engineer, Network Administrator, Senior Network Engineer, IT Manager, System Administrator, System Engineer, IT Director/ IT Head

কাজের ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছেঃ- টেলিকমিউনিকেশন. টিভি চ্যানেলস, ব্যাংক, আই এস পি প্রোভাইডার, সরকারি ও স্বায়ত্তশাসিত  ডেটা সেন্টার.কর্পোরেট।

কারা কোর্সটি করতে পারবেনঃ

  1. যারা নেটওয়ার্ক টপোলজি বা নেটওয়ার্ক আর্কিটেকচার নিয়ে আগ্রহী
  2. যারা কম্পিউটার বিষয়ে স্নাতক করছেন বা ডিপ্লোমায় পড়ছেন
  3. যারা ক্যারিয়ার গড়তে চাইছেন ও পরিশ্রম করার মানসিকতা রাখেন

কোর্সের মেয়াদঃ

  1. কোর্সের মেয়াদঃ ৩মাস
  2. ক্লাসের সংখ্যাঃ ২৪টি
  3. ক্লাস সপ্তাহে ২দিন ২ ঘন্টা করে

থাকছে প্রফেশনাল ইউ-ইউএক্স ডিজাইনঃ

সৃজনশীল ও শিল্পী মনের পেশা গ্রাফিক ডিজাইন। শিল্পের বিকাশ ধারায় গ্রাফিক্স ডিজাইনের অবদান অনস্বীকার্য। আমি ডিজাইনে পারদর্শী এবার আয় বাড়াতে চাই। তাই শিখতে চাই  U/I-U/X Design। আপনার যদি আগ্রহ ও পারদর্শিতা থাকে কালার,ফন্ট, প্রিন্ট ডিজাইন, ওয়েব মিডিয়া, ফটোগ্রাফি, অ্যানিমেশন, সোশ্যাল মিডিয়া তবে এই সুযোগটি ঠিক আপনার জন্যেই।

U/I-U/X Design কি?

চাই মোবাইল/ডেস্কটপ অ্যাপ্লিকেশন হোক, চাই হার্ডওয়্যার হোক কিংবা সফটওয়্যার,যে কোন কিছুর আউটলুক কেমন হবে তা জানতে হলে আমাদের অবশ্যই লাগবেইউজার ইন্টারফেইস সংক্ষেপে ইউআই। (User Interface/UI) কোন অ্যাপের প্রাথমিক চেহারাই(Primary Outlook) হচ্ছে ইউআই বা ইউজার ইন্টারফেস। অপরদিকে ইউজার এক্সপেরিয়েন্স বা ইউএক্স বলতে বুঝায়, কোন অ্যাপ, হার্ডওয়্যার/সফটওয়্যার একজন ইউজার কত স্বাচ্ছন্দ্যে (User Friendly Way) ব্যবহার করতে পারবে তা নির্ধারণ করা।

U/I-U/X Design কোর্স কাদের জন্য?

  1. যারা জানতে চান ভালো ডিজাইন করার কৌশল
  2. যারা গ্রাফিক ডিজাইনে ভালো কাজ করছেন
  3. যারা প্রোগ্রামার, মার্কেটিং ম্যানেজার, সোশ্যাল মিডিয়া স্ট্রাটেজিস্ট হিসেবে কাজ করতে চান।

 U/I-U/X Design কোর্স যাদের জন্য নয়?

  1. যারা মাত্র ডিজাইন শেখা শুরু করেছেন, তাদের জন্য এই কোর্সটি নয়। কারণ এখানে সেসব বিষয় নিয়ে আলোচনা করা হবে যা শুধু তারাই বুঝবেন যারা দীর্ঘদিন ধরে ডিজাইনিং পেশায় রয়েছেন।
  2. যারা ফটোশপ টুলসের ব্যবহার ভালো জানেন না। তাদের জন্য এই কোর্স উপযুক্ত নয়। কারণ ফটোশপ দেখানোর চেয়ে থিওরিটিকাল বিষয় ও হাতের কাজ নিয়ে বেশি আলোচনা করা হবে, কারণ, User Experience বা U/X  নিয়ে কাজ করতে গেলে অনেক বেশি জানা প্রয়োজন। তাই আপনার যদি লেকচার শুনার ধৈর্য না থাকে, তাহলে এই কোর্সটি নেয়া ঠিক হবে না।
  3. বেশ কয়েকটা ক্লাস থাকবে শুধুমাত্র কাজের রিভিও নিয়ে, কথা হবে কাজের ভুল-ভ্রান্তি নিয়ে। এই কোর্সটি করতে গেলে আপনার সমালোচনা গ্রহণ করার মানসিকতা থাকতে হবে।
  4. প্রতিটি ক্লাসেই হোমওয়ার্ক-ক্যুইজ থাকবে, তাই অত্যধিক ব্যস্ত মানুষদের জন্য এই কোর্সটি উপযুক্ত হবে না

U/I-U/X Design কোর্স করে জানতে পারবেন?

U/I Principles: Color, Balance,Contrast, Typography, Consistency.

Creative UX process

How you can develop design Concept

Necessary Web design tools etc.

কারা কোর্সটি করতে পারবেনঃ

  1. যারা জানতে চান ভালো ডিজাইন করার কৌশল
  2. যারা গ্রাফিক ডিজাইনে ভালো কাজ করছেন
  3. যারা প্রোগ্রামার, মার্কেটিং ম্যানেজার, সোশ্যাল মিডিয়া স্ট্রাটেজিস্ট হিসেবে কাজ করতে চান
  4. যারা ক্যারিয়ার গড়তে চাইছেন ও পরিশ্রম করার মানসিকতা রাখেন
  5. যারা চাইছেন গ্লোবাল ক্যারিয়ারের সুযোগের পাশাপাশি আকর্ষণীয় পোর্টফলিও

কোর্সের মেয়াদঃ

  1. কোর্সের মেয়াদঃ ৩মাস
  2. ক্লাসের সংখ্যাঃ ২৪টি
  3. ক্লাস সপ্তাহে ২দিন ২ ঘন্টা করে

আপনারা যারা গ্রাফিক ডিজাইনের  কাজ শিখেছেন, জানেন ফটোশপ ও ইলাস্ট্রেটর তবু কাজের মাঝে সফলতা খুঁজে  পাচ্ছেন না, ভালো আয় করতে পারছেন না তাদের জন্য আমরা আবারো এনেছি অ্যাডভান্সড গ্রাফিক ডিজাইন এ  আয় করে কোর্স ফি পরিশোধ করার সুযোগ।   

 

 

“গ্রাফিক ডিজাইন”- হচ্ছে নান্দনিক রূপে খুব সহজে এমন একটি ডিজাইন সৃষ্টি যা রঙে, বর্ণে, তথ্যে সমৃদ্ধ এবং অবশ্যই তা ইউনিক যা খুব সহজে ক্লায়েন্ট ও টার্গেট কাস্টমার উভয়কেই আকৃষ্ট করতে সক্ষম।

  • আপনি কি গ্রাফিক ডিজাইন কোর্স করেছেন?
  • ফটোশপ ও ইলাস্ট্রেটর শিখেও  ভালো মানের কাজ করতে পারছেন না?
  • ভাবছেন আপনার ইউনিক ডিজাইন বা কালার সম্পর্কে যথেষ্ট পরিমানে ধারণা নেই?
  • ডিজাইন সাবমিট করছেন তবু কন্টেস্টে উইন আসছে না?
  • ভালো বায়ার ফিডব্যাক পাচ্ছেন না?

উপরের প্রশ্নগুলোর উত্তর যদি হ্যা হয়, তবে আমরা আপনাকেই খুঁজছি।বিশ্ব যতটা এগিয়ে চলেছে ঠিক ততোটাই পরিবর্তিত হচ্ছে ডিজিটাল আর্টের দুনিয়া। তাই নিছক দুই-একটা সফটওয়্যার বা টুলস জেনে আপনি কিন্তু নিজেকে  গ্রাফিক ডিজাইনে দক্ষ বলে প্রমান করতে পারবেন না,ডিজাইনার দুনিয়ায় দক্ষতাই সব কিছু নয়, চাই সঠিক পরিমানে সৃজনশীলতাও।

তাই এবার আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অ্যাডভান্সড গ্রাফিক ডিজাইনে ৩ মাসের বিশেষ স্কলারশিপ। আমরা আপনাকে শিখাবো আয় করার স্মার্ট কৌশল। বিশ্বাস করুন আপনার চেষ্টা ও আমাদের নির্দেশনা আপনাকে গড়ে তুলবে অনন্য রূপে সফল করে।

গ্রাফিক ডিজাইন কিঃ

বেশির ভাগ মানুষ গ্রাফিক ডিজাইন বলতে বুঝেন যেভাবে লোগো বা বিজনেস কার্ড ডিজাইন করা হয়। তার মানে যারা এসব ডিজাইন করেন তারাই গ্রাফিক ডিজাইনার!!!  নাকি তারা যারা ফটোশপ এ ইমেজ রিটাচের কাজ করেন, আপনার ছবিকে ঠিকঠাক করে দেন?  নাকি তারা গ্রাফিক ডিজাইনার  ম্যাগাজিনের অ্যাড ডিজাইন করেন??? জি- ঠিক আছে এরা সবাই গ্রাফিক ডিজাইনার, তবে তারা একটি বিশাল ছবির  ক্ষুদ্র ক্ষুদ্র অংশ।

যে গুনগুলো একজন টপ ক্লাস গ্রাফিক ডিজাইনার এর  জানা আবশ্যক

  • অসাধারন রঙের ধারণা যা তার নান্দনিক সৌন্দর্যের পরিচায়ক।
  • প্রেজেন্টেশন স্কিল যা সুন্দর উপস্থাপনের পরিচায়ক
  • ফন্ট সম্পর্কে ধারনা, কোন মেসেজের সাথে কোন ফন্ট ভালো যাবে তা বুঝতে পারা
  • অল্প কথায় অনেক কিছু বুঝানোর দক্ষতা
  • পিকচার ও অবজেক্ট সম্পর্কে  কার্যকরী জ্ঞান।

একজন অ্যাডভানস গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য আমরা যা হাতে কলমে শিখাবোঃ

  • কালার কনসেপ্ট
  • ডিজাইন পারফেক্ট ফন্ট ব্যবহার
  • লোগো স্কেচ
  • ওয়েব টেমপ্লেট স্কেচ
  • অ্যাড অ্যানালিসিস (বিজ্ঞাপন বিশ্লেষণ)
  • ফ্রীল্যান্সিং গাইড লাইন
  • পারফেক্ট প্রোফাইল তৈরি

ক্রিয়েটিভ আইটিতে কিভাবে সাজিয়েছি আমরা  ‘অ্যাডভান্সড গ্রাফিক কোর্স’

আমদের এই কোর্সে অংশ নিয়ে আপনারা জানতে পারবেনঃ

  • আউটসোর্সিং মার্কেট প্লেসে কাজ পাওয়ার কৌশল
  • পারফেক্ট ডিজাইন্ড প্রফেশনাল পোর্টফোলিও গাইডলাইন
  • লোগো, ব্রসিয়োর,ভিজিটিং কার্ডের প্রিন্টিং এন্ড কালার পারফেকশন সম্পর্কে আইডিয়া
  • ক্রিয়েটিভ ইমেজ ও ফটোজেনিক ডিজাইন
  • ডিজাইন, প্রোডাকশন,গ্রাফিক ডিজাইন লেআউট,প্রিন্টিং সহ আরও অনেক কিছু

কোর্সে বিশেষ যা থাকবেঃ

  • ১০টি লাইভ প্রোজেক্টে কাজ করার সুযোগ
  • লাইভ কন্টেস্ট এ অংশগ্রহণ
  • মর্নিং সেশন/ইভেনিং সেশন এ ভর্তি ও ক্লাসের সুযোগ

আমাদের এখানে প্রশিক্ষন নিলে যে সুবিধা সমুহ আপনি পাবেনঃ

  • প্রতিটি মার্কেট প্লেসের আলাদা ও দক্ষ প্রশিক্ষক
  • লেটেস্ট আপ টু ডেট কারিকুলাম
  • ল্যাব ও থিওরী ক্লাসের সমন্নয়
  • ইন্সট্রাক্টরদের  সার্বক্ষণিক ও নিবিড় তত্ত্বাবধান
  • লাইভ প্রোজেক্টের উদাহরণ
  • ফ্রী রিভিউ ক্লাস
  • ফ্রী ব্যাক আপ ক্লাস
  • এক্সট্রা ল্যাব সাপোর্ট

বিশেষ সুবিধাঃ

    • আপনাদের প্রফেশনাল প্রোফাইল আপনারা আমাদের এখানেই তৈরি করেন এক্সপার্টদের নিবিড় সহায়তায়।
    • থাকছে ইন্টার্নশিপ ও জব প্লেসমেন্ট সুবিধা।

বিঃদ্রঃ আমাদের এখানে ক্লাস চলাকালীন সময়ে আমরা আপনার আয় নিশ্চিত করবো।

কোথাও ভর্তি হবার আগে অবশ্যই দেখে নিন আমাদের সফলতাঃ (ইউটিউব লিঙ্ক)ঃ

কোর্সের মেয়াদঃ

  1. কোর্সের মেয়াদঃ ৪মাস
  2. ক্লাসের সংখ্যাঃ ২৪টি
  3. ক্লাস সপ্তাহে ২দিন ২ ঘন্টা করে

ওয়ার্ডপ্রেস থীম ডেভেলপমেন্টঃ

যারা ওয়ার্ডপ্রেস নিয়ে ক্যারিয়ার গড়তে চাচ্ছেন, এটি হতে পারে আপনার দক্ষতা অর্জন অথবা বর্তমান জ্ঞানকে প্রফেশনালদের কাছ থেকে ঝালিয়ে নেওয়ার একটি সূবর্ণ সুযোগ। কিভাবে WordPress নিয়ে কাজ করা উচিত বা WordPress এর কাজগুলো কেমন হয় দেখতে পারবেন একটি সসম্পূর্ণ থিম নিয়ে কাজ করার মাধ্যমে। আপনার জিজ্ঞাসু দৃষ্টিকে স্বাগতম । WordPress কোর্স টি করতে আপানকে HTML, CSS, PSD to HTML, jQuery and Basic PHP সম্পর্কে ভালো জানতে হবে।

☛ রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://goo.gl/uCcRbS

☛ Course Outline
◙ Concept About Web Development
◙ Concept About Server
◙ Basic PHP Concept
◙ PHP Control Structure
◙ What is CMS ? & Why ?
◙ What & Why WordPress?
◙ Basic WP Customization
◙ Custom Theme Install
◙ WP Theme Development
◙ WP Hooks
◙ Marketplace Review
◙ Conclusion


☛ Key Features:
◙ Learn from industry Expert
◙ 24/7 Online Support
◙ Project Based Learning
◙ English Communication
◙ Able to make a job winning Profile
◙ Job Placement Support
◙ Certificate after Completion
◙ All Courses Include Freelancing
◙ Enjoy Exclusive Bonus Tutorials


 শিক্ষাগত যোগ্যতা ?
উঃ এইচএসসি পাশ হতে হবে।

 অগ্রীম জামানত ?
উঃ আপনার থেকে কোন জামানত বা সার্টিফিকেট জমা নেওয়া হবে না।
তবে কোর্স সম্পূর্ণ না করলে জরিমানা নেওয়া হবে।

 কিভাবে সিলেক্ট করা হবে?
উঃ লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে আপনাকে সিলেক্ট করা হবে।

 আবেদনের সময়সীমা?
উঃ ৫ই নভেম্বর হতে ২০ই নভেম্বর পর্যন্ত।

 রেজিস্ট্রেশন প্রক্রিয়া ও শর্তাবলী?
উঃ https://goo.gl/xqVH19

তথ্য প্রযুক্তিতে দক্ষ হয়ে গড়তে ডিজিটাল বাংলাদেশ ভূমিকা থাকবে আপনারও। আর আপনাকে তৈরি করতে অবদান রাখছে  ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। চাইলে যোগাযোগ করতে পারেন তাদের ঠিকানায়-  ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট,মমতাজ প্লাজা (৫মতলা ),বাড়ি# ৭, রোড# ৪, ধানমন্ডি, ঢাকা, ফোনঃ 09639777888, 01990779843, 01990779827,01990779793

About Naseeb Ur Rahman

Check Also

কথা বলবার সময় আমরা ‘অ্যা’, ‘উম’ এসব উচ্চারণ করি কেন?

কথা বলবার সময় আমরা অনেকেই মুখ দিয়ে ‘অ্যা’, ‘উম’ ইত্যাদি আওয়াজ নিঃসরণ করে থাকি। এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *