সাকিবদের কড়া সমালোচনা করলেন বিসিবি প্রধান নাজমুল হাসান – Creative IT Blog
Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611
Home / ক্রিকেট / সাকিবদের কড়া সমালোচনা করলেন বিসিবি প্রধান নাজমুল হাসান

সাকিবদের কড়া সমালোচনা করলেন বিসিবি প্রধান নাজমুল হাসান

র‍্যাঙ্কিংয়ে আফগানিস্তান বাংলাদেশের চেয়ে দুই ধাপ উপরে। কিন্তু তারপরেও সিরিজের প্রথম দুই ম্যাচেই এমন একপেশে পরাজয় মেনে নিতে কষ্ট হচ্ছে দেশের ক্রিকেটপ্রেমীদের। মেনে নিতে পারেননি বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনও। তাইতো আফগানিস্তানের কাছে সিরিজ খোয়ানোর পর কড়া ভাষায় সমালোচনা করলেন অধিনায়ক সাকিব ও তাঁর দলের। বলেছেন, মূল কোচের অনুপস্থিতিতে ‘ড্রেসিংরুমে অবাধ স্বাধীনতা’ পাওয়ার কারণেই নাকি এমন ফল বিপর্যয়!

সিরিজ হার সম্পর্কে কথা বলতে গিয়ে নাজমুল হাসান বলেছেন, ‘এই ফল খুবই হতাশাজনক। আমার মনে হয় শ্রীলঙ্কা সিরিজের সময় দল যেই অবস্থায় ছিল, এখনো ঠিক সেই অবস্থায়ই আছে। হতে পারে তাঁরা ড্রেসিংরুমে একজন সিদ্ধান্ত গ্রহণকারীর অভাবে ভুগছেন। গত কয়েক বছরে যেই কঠিন অনুশাসনের মধ্যে ছিল তাঁরা, এখন আর ড্রেসিংরুমে সেটি নেই। ড্রেসিংরুমে তাঁরা এখন অনেক বেশি স্বাধীন পরিবেশ পাচ্ছে। হতে পারে এই বিষয়টিই পার্থক্য গড়ে দিচ্ছে।’

‘শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফির সময় আমি ওদের সাথে ছিলাম, ওখানে কিন্তু তাঁরা ভালো খেলেছে। ওখানে হারার পর কেউ তাঁদের বিরুদ্ধে কোন অভিযোগ তোলেনি। কিন্তু দেরাদুনে তাদেরকে সম্পূর্ণই অন্যরকম লাগছে। আমি তাঁদের সাথে কথা বলেছিলাম। মনে হলো তাঁরা বোলিং ডিপার্টমেন্টের উপর দোষ চাপাতে চাচ্ছে। আমি তখন বললাম, এত কম রান করে তোমরা ম্যাচ জিততে পারবে না।’

এই প্রথমবার নয়, গত কয়েকমাসে ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে বেশ কয়েকবার সরব হয়েছেন পাপন। ফেব্রুয়ারিতে ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে সিরিজ হারের পর বলেছিলেন দলের ‘পরিকল্পনা, কৌশল, মানসিক শক্তি ও দলগত প্রচেষ্টায়’ ঘাটতি আছে। এরপর নিদাহাস ট্রফির সময় ‘পর্যাপ্ত ব্যাটিং টিপস’ দিতে না পারার অভিযোগে অন্তর্বর্তীকালীন কোচ কোর্টনি ওয়ালশের সমালোচনা করেছিলেন তিনি।

শুধু তাই নয়, সাকিব আল হাসানের অধিনায়কত্ব ও তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদদের মতো সিনিয়র ব্যাটসম্যানের অ্যাপ্রোচ নিয়েও প্রশ্ন তুলেছেন পাপন।

‘অধিনায়কত্ব নিয়ে সবসময় প্রশ্ন থাকবেই। এমনকি প্রথম ম্যাচের আমি নিজে সাকিবের সাথে এ বিষয়ে কথা বলেছি। দ্বিতীয় ম্যাচের পর আমি কারোর সাথেই কথা বলিনি। হ্যাঁ অনেকদিন ধরে হেড কোচ নেই। কিন্তু হেড কোচই যদি সব হয়, তাহলে এতদিন ধরে ওরা কি শিখলো!’

‘আমি বুঝিনা তামিম, মুশফিক, রিয়াদের মতো এত অভিজ্ঞ ব্যাটসম্যানেরা কীভাবে এরকম উইকেট বিলিয়ে দিয়ে আসতে পারে! ওদেরকে তো এখন নতুন করে শেখানোর বা বুঝানোর কিছু নেই! আমি বুঝতে পারছি না তাঁদের পরিকল্পনা কি ছিল, বা তাঁরা ঠিক কি ভাবছিল।’

 

About Sanjoy Basak Partha

Check Also

‘সুপারম্যান’ ডি ভিলিয়ার্সের আকস্মিক অবসর!  

‘আমি খুব ক্লান্ত’- মাত্র এই তিনটি শব্দ দিয়ে শেষ হয়ে গেলো আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *