রজার ফেদেরারের অস্পৃশ্য যত কীর্তি ও রেকর্ড – Creative IT Blog
Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611
Home / খেলাধুলা / রজার ফেদেরারের অস্পৃশ্য যত কীর্তি ও রেকর্ড

রজার ফেদেরারের অস্পৃশ্য যত কীর্তি ও রেকর্ড

সর্বকালের সেরা পুরুষ টেনিস খেলোয়াড় কে, সেটা নিয়ে সন্দেহটা তিনি অনেক আগেই মুছে দিয়েছেন। নিজেকে এখন শুধু প্রতিনিয়ত আরও উঁচুতে তোলার খেলায় মেতেছেন তিনি। র‍্যাকেট হাতে টেনিস কোর্টে রজার ফেদেরার এমন সব কীর্তির মালিক, যা আর কোনোদিন কোন পুরুষ খেলোয়াড়ের পক্ষে ছাড়িয়ে যাওয়া সম্ভব হবে কিনা, তা নিয়ে আছে সন্দেহ। সর্বকালের অন্যতম সেরা এই অ্যাথলেটের দুর্দান্ত সব রেকর্ড নিয়েই আজকের প্রিয়লেখার আয়োজন। ফেদেরারপ্রেমীরা পড়তে ভুলবেন না যেন!

  • একমাত্র পুরুষ খেলোয়াড় হিসেবে ২০ টি গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জিতেছেন।
  • একমাত্র পুরুষ খেলোয়াড় হিসেবে ৩০ টি গ্র্যান্ডস্ল্যামের ফাইনাল খেলেছেন।
  • একমাত্র পুরুষ খেলোয়াড় হিসেবে ৩ বার একই বছরের চারটি ভিন্ন গ্র্যান্ডস্ল্যাম ফাইনালে খেলেছেন ফেদেরার। ২০০৬, ২০০৭ ও ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বল্ডন ও ইউএস ওপেন চারটিতেই দুই ফাইনালিস্টের একজন ছিলেন ফেদেরার।
  • একমাত্র পুরুষ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারে ৬ বার বছরে অন্তত দুইটি গ্র্যান্ডস্ল্যাম জেতার রেকর্ড আছে তাঁর। ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত টানা চার বছর, ২০০৯ আর ২০১৭ সালে অন্তত দুইটি করে গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন সুইস মাস্টার।
  • ক্যারিয়ারে ৩ বার বছরে তিনটি করে গ্র্যান্ডস্ল্যাম জেতার নজিরও কেবল ফেদেরারেরই। ২০০৪, ২০০৬ ও ২০০৭ সালে ৩ টি করে গ্র্যান্ডস্ল্যাম শিরোপা হাতে তুলেছেন তিনি।

  • সর্বোচ্চ ৪৩ বার গ্র্যান্ডস্ল্যামের সেমিফাইনাল খেলেছেন। আর কেউ এতবার সেমিফাইনালে উঠতে পারেননি।
  • সর্বোচ্চ ৫২ বার গ্র্যান্ডস্ল্যামের কোয়ার্টার ফাইনাল খেলেছেন। আর কারোর নেই এই রেকর্ড।
  • একমাত্র পুরুষ খেলোয়াড় হিসেবে একটানা ১০ টি গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে খেলেছেন ফেদেরার।
  • একটানা ২৩ টি গ্র্যান্ডস্ল্যাম সেমিফাইনালে খেলেছেন, যেটিও রেকর্ড।
  • টানা ৩৬ টি গ্র্যান্ডস্ল্যামের কোয়ার্টার ফাইনাল খেলেছেন, এবং বলা বাহুল্য এটিও রেকর্ড।
  • এখনো পর্যন্ত মোট ৭২ টি গ্র্যান্ডস্ল্যামে অংশগ্রহণ করেছেন, পুরুষ খেলোয়াড়দের মধ্যে যা সর্বোচ্চ। এর মধ্যে অংশ নিয়েছেন টানা ৬৫ টিতে, যেটিও একটি রেকর্ড।
  • ৩ টি গ্র্যান্ডস্ল্যামে সাতের অধিকবার ফাইনাল খেলা একমাত্র পুরুষ খেলোয়াড় ফেদেরার।
  • চারটি গ্র্যান্ডস্ল্যামের প্রতিটিতেই অন্তত ৫ বার করে ফাইনাল খেলার অনন্য রেকর্ডও কেবল ফেদেরারের দখলেই।

  • তিনটি ভিন্ন ভিন্ন গ্র্যান্ডস্ল্যামে (অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন, ইউএস ওপেন) অন্তত ৫ টি করে ফাইনাল জেতার নজিরও কেবল ফেদেরারেরই আছে।
  • গ্র্যান্ডস্ল্যামে সর্বোচ্চ ৩৩২ টি ম্যাচ জেতার রেকর্ডটিও এই সুইস কিংবদন্তির দখলে।
  • সবধরণের টুর্নামেন্ট মিলিয়ে টানা ২৪ টি ফাইনাল জেতার অনন্যসাধারণ রেকর্ড আছে তাঁর!
  • র‍্যাঙ্কিংয়ের ১ নম্বর খেলোয়াড় হিসেবে শীর্ষে ছিলেন মোট ৩০২ সপ্তাহ। এর মধ্যে ২৩৭ সপ্তাহ শীর্ষে ছিলেন একটানা। দুটিই বিশ্বরেকর্ড।

 

About Sanjoy Basak Partha

Check Also

রিকি পন্টিংঃ সেরা ব্যাটসম্যান নাকি সেরা ক্যাপ্টেন !

তিনি কি ছিলেন ? সেরা ব্যাটসম্যান নাকি সেরা ক্যাপ্টেন ? ক্রিকেটের ইতিহাসে এ রকম কয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *