বিশ্বজুড়ে প্রচলিত যত অদ্ভুত আইন! – Creative IT Blog
Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611
Home / অন্যান্য / বিশ্বজুড়ে প্রচলিত যত অদ্ভুত আইন!

বিশ্বজুড়ে প্রচলিত যত অদ্ভুত আইন!

সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য ও মানুষের জীবন আরও স্বস্তিদায়ক করার উদ্দেশ্যে সব দেশেই আইন প্রণয়ন করা হয়। তবে কিছু আইন এমনই অদ্ভুত, যা দেখে আপনি বিস্মিত হতে পারেন। বিশ্বজুড়ে বিভিন্ন দেশে প্রচলিত সেসব অদ্ভুতুড়ে আইন নিয়েই আমাদের আজকের আয়োজন।

  • যুক্তরাষ্ট্রের সাতটি রাজ্যে নাস্তিকদের সরকারী অফিসে চাকরি দেয়া নিষিদ্ধ।
  • ১৯৮৬ সাল পর্যন্তও যুক্তরাষ্ট্র সরকার তার যেকোনো নাগরিকের সর্বোচ্চ ৬ মাস পুরোনো মেইল বিনা নোটিশে চেক করতে পারত।
  • দুবাইতে বিবাহ-বহির্ভূত যৌন কার্য নিষিদ্ধ, এতে করে এক কিংবা একাধিক বছরের শাস্তিও হতে পারে। এটা অদ্ভুত নয়, কিন্তু অদ্ভুত নিয়মটা হচ্ছে, এই আইনের কারণে ধর্ষণ মামলায় বাদী এবং বিবাদী দুইজনেরই কারাদণ্ড হতে পারে!
  • সৌদি আরবে বিয়ের জন্য ন্যূনতম কোন বয়সসীমা নেই।
  • গ্রিসে কোন ব্যক্তিকে এইচআইভি আক্রান্ত সন্দেহে গ্রেফতার করার অধিকার রাখে সে দেশের পুলিশ। জোর করে কাউকে এইচআইভি পরীক্ষা দিতে বাধ্যও করতে পারে পুলিশ, এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের নাম প্রকাশ করা থেকে শুরু করে তাদের বাসা থেকে উচ্ছেদ করার ক্ষমতাও রাখে পুলিশ।
  • ফিলিপাইনে কাউকে খেপানোর জন্যেও আপনার বিরুদ্ধে মামলা করা হতে পারে!
  • ফিলিপাইন এবং ভ্যাটিকান শুধুমাত্র এই দুইটি জায়গায় বিবাহবিচ্ছেদকে ধরা হয় আইন বহির্ভূত।
  • সিঙ্গাপুর ভ্রমণে যাবেন? তাহলে দয়া করে সাথে চুইংগাম নিয়ে যাবেন না। কেবল মেডিকেল গাম ছাড়া অন্য কোন ধরণের চুইংগাম চিবানোর দায়ে আপনার ১০০০ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে! দ্বিতীয়বার একই অপরাধ করলে জরিমানা অঙ্ক দ্বিগুণ বেড়ে দাঁড়াবে ২০০০ ডলারে, সাথে গোটা একদিনের জন্য শহরের একটি রাস্তা পরিষ্কার করতে হবে। সিঙ্গাপুরে রাস্তাঘাটে থুথু ফেলাও নিষিদ্ধ, আপনার হাজতবাসও হতে পারে এই অপরাধে।

  • ২০১৩ সালের জুলাইয়ে চায়নায় একটা আইন পাশ করা হয় এই মর্মে, চায়নায় বসবাসরত বৃদ্ধ বাবা-মা দের সাথে নিয়মিত দেখা না করলে সেটা বেআইনি হিসেবে গণ্য হবে। নিজের পিতা মাতার অন্ত্যোষ্টিক্রিয়াতে উপস্থিত থাকাও বাধ্যতামূলক করা হয়েছে ওই আইনে।
  • মন্টানায় ‘প্রক্সি বিয়ে’র বৈধতাও আছে! প্রক্সি বিয়ে নিয়মটা মূলত সামরিক বাহিনীর সদস্যদের কথা মাথায় রেখে করা হয়েছে। পাত্র বা পাত্রী যদি সামরিক বাহিনীর সদস্য হন, এবং তিনি যদি দায়িত্ব পালনের কারণে বিয়ের আসরে উপস্থিত হতে না পারেন, তাহলে তার কোন বন্ধু বিয়ের আসরে তার প্রক্সি দিয়ে দিতে পারবেন!
  • ম্যাসাচুসেটসে একটি অদ্ভুত নিয়ম আছে। যৌনক্রিয়া করাকালে কোন নারী পুরুষের উপরে অবস্থান করলে সেটিকে বেআইনি হিসেবে ধরা হবে! পুরুষই সবসময় নারীর উপরে থাকবেন (মিশনারি পজিশন), এমন নিয়ম করা হয়েছে সেখানে! নর্থ ক্যারোলিনাতেও একই নিয়ম প্রযোজ্য।
  • ম্যাসাচুসেটসেই আরেকটি অদ্ভুত নিয়ম আছে। একজন নারী ও একজন পুরুষ যদি এক রাতের জন্য একটি রুম ভাড়া নেন, তাহলে ওই রুমে রাতে নগ্ন হয়ে ঘুমানো নিষিদ্ধ!
  • আমেরিকার ভার্জিনিয়ায় কোন পুরুষ লাথি মেরে কোন নারীকে বিছানা থেকে ফেলে দিলে সেটি হবে অবৈধ ও বেআইনি।
  • গ্রিসে কেউ বিয়ে করতে চাইলে তাকে বাধ্যতামূলকভাবে গ্রিক ভাষার কোন স্থানীয় পত্রিকায় বিয়ের নোটিশ দিতে হবে। পত্রিকায় না দিতে চাইলে সিটি হলের নোটিশ বোর্ডেও নোটিশ দেয়া যাবে।
  • কানাডার অন্টারিওতে প্রকাশ্যে চিৎকার করা, আর্তনাদ করা কিংবা বাঁশি ফুঁ দেয়া নিষিদ্ধ।

  • হংকংয়ে একটি অদ্ভুত নিয়ম আছে। কোন স্ত্রী যদি ধরতে পারেন যে তার স্বামী তাকে ঠকাচ্ছেন, তাহলে তিনি তার স্বামীকে হত্যা করতে পারবেন! তবে শর্ত একটাই, হত্যা করতে হবে খালি হাতে, কোন প্রকার অস্ত্রের সাহায্য ছাড়া!
  • ডেনমার্কে চাইলেই আপনার পছন্দমত সদ্যজাত শিশুর নাম রাখতে পারবেন না। ওখানে ৭ হাজারের মত নাম নির্দিষ্ট করে দেয়া আছে, সেই নামগুলোর ভেতর থেকেই আপনার শিশুর নাম রাখতে হবে! আর আপনি যদি চান এমন কোন নাম রাখবেন না ওই তালিকাবদ্ধ নামগুলোর মধ্যে নেই, তাহলে সরকারের থেকে আলাদা ভাবে অনুমতি নিতে হবে।
  • নিউইয়র্ক সিটিতে ভেঁপু বাজানো নিষিদ্ধ, বাজালে আপনার ৩৫০ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে!
  • ফ্লোরিডাতে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার পর পাবলিক প্লেসে প্রকাশ্যে বায়ুত্যাগ করা নিষিদ্ধ!
  • আপনার নিজের স্ত্রীর জন্মদিন ভুলে যান? সামোয়াতে স্বামীদের সেই সুযোগ নেই। স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়া যে রীতিমত শাস্তিযোগ্য অপরাধ সেখানে!
  • ব্রিটেনের পাবগুলোতে আপনি মদ খেতে পারবেন, কিন্তু মাতাল হতে পারবেন না! মাতলামি করলেই কপালে জুটবে শাস্তি।
  • ইতালির তুরিনে কুকুর মালিকদের বাধ্যতামূলকভাবে দিনে তিনবার তাদের কুকুরদের নিয়ে ঘুরতে যেতে হয়।
  • হনুলুলুতে সন্ধ্যার পর উচ্চস্বরে গান গাওয়া নিষেধ।
  • অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় বিশেষজ্ঞ ইলেক্ট্রিশিয়ান ছাড়া বাল্ব বদল করা নিষিদ্ধ।
  • ভেনিসের সেন্ট মার্কস স্কয়ারে কবুতরদের খাবার খাওয়ানো নিষিদ্ধ। আইন ভঙ্গ করলে জরিমানা গুণতে হবে ৭০০ ডলার পর্যন্ত!

  • সুইজারল্যান্ডে রাত ১০ টার পর টয়লেটে ফ্লাশ করা নিষিদ্ধ!
  • ফ্রান্সে কোন শূকরের নাম নেপোলিয়ন রাখা নিষিদ্ধ।
  • গ্রিসের ঐতিহাসিক জায়গাগুলোতে হাই হিল পরে ভ্রমণ করা নিষিদ্ধ। স্থাপনার ক্ষতি হতে পারে বলে এই নিয়ম।
  • জার্মানির অটোবানে রাস্তায় গাড়ি চলতে চলতে আপনার গাড়ির জ্বালানী শেষ হয়ে গেলে তার জন্য শাস্তি হবে আপনার!

About Sanjoy Basak Partha

Check Also

২৪ বছর পর হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পেলেন বাবা-মা!

কি বলবেন একে, অবিশ্বাস্য? রূপকথার গল্প? লেখাটা পড়ার পর তা আপনি বলতেই পারেন। এ যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *