জিদান যখন এল ক্লাসিকোর রাজা   – Creative IT Blog
Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611
Home / খেলাধুলা / জিদান যখন এল ক্লাসিকোর রাজা  

জিদান যখন এল ক্লাসিকোর রাজা  

শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে এক ম্যাচ কম খেলে এরই মধ্যে ১১ পয়েন্টে পিছিয়ে পড়েছে, শনিবারের এল ক্লাসিকো জয়ের তাই কোন বিকল্প নেই রিয়াল মাদ্রিদের সামনে। তা মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে কার দিকে তাকিয়ে থাকবে মাদ্রিদ? রোনালদো, বেল, মদ্রিচ নাকি অন্য কেউ? উত্তরটা হল, জিনেদিন জিদান।

কোচ হিসেবে এখনো পর্যন্ত জিদানের এল ক্লাসিকো রেকর্ড বেশ সমৃদ্ধ। সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে এখনো পর্যন্ত ৫ বার চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হয়েছেন, জয় নিয়ে ফিরেছেন ৩ বারই। সুপার কাপের দুই লেগেই হারিয়েছেন সহজভাবেই। বাকি ২ ম্যাচের ১ টি ড্র, ১ টি হার। জয়ের হার শতকরা ৬০ ভাগ, সমসাময়িক অনেক রিয়াল কোচের চেয়ে যা বেশি।

লা লিগায় এখনো পর্যন্ত ৩ বার বার্সার মোকাবেলা করেছেন রিয়াল ম্যানেজার। প্রথম দেখায় জিতেছিলেন ২-১ গোলে, পরের দেখায় ১-১ গোলে ড্র, আর গত মৌসুমে মেসির অসাধারণ পারফরম্যান্সে ৩-২ গোলে হারতে হয়েছিল।

মাদ্রিদের ইতিহাসে এল ক্লাসিকোতে সবচেয়ে বেশি ম্যানেজারের দায়িত্ব পালন করার রেকর্ড মিগুয়েল মুনোজের। বার্সেলোনার বিপক্ষে ৩৬ টি ম্যাচ খেলে ১৬ টিতে জয় নিয়ে ফিরতে পেরেছেন রিয়ালের এই কিংবদন্তি কোচ। জয়ের হার শতকরা ৪৪.৪ ভাগ। লুইস মলোউনি ১৩ টি এল ক্লাসিকোর দায়িত্ব সামলে জয় এনে দিয়েছিলেন ৬ টিতেই, জয়ের হার শতকরা ৪৬.১%।

তবে নিজেকে স্পেশাল ওয়ান দাবি করা জোসে মরিনহোর এল ক্লাসিকোর রেকর্ড খুবই বাজে। ১৭ টি এল ক্লাসিকোর দায়িত্ব সামলে জিতে ফিরতে পেরেছেন মাত্র ৫টি তে, জয়ের হার ২৯.৪%! মরিনহোর চেয়েও খারাপ রেকর্ড আছে লিও বিনহেকারের। এই ডাচ কোচ বার্সেলোনার বিরুদ্ধে ১১ বার ডাগআউটে দাঁড়ালেও জিতেছেন মাত্র ৩ বার, জয়ের হার ২৭.২৭%। ড্র ও পরাজয় সমান ৪ টি করে।

খেলোয়াড়ি জীবনে রিয়ালের হয়ে কিংবদন্তি মর্যাদা পেয়ে যাওয়া আলফ্রেডো ডি স্টেফানো ম্যানেজার হিসেবে ১০ টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন, দলকে জয় এনে দিতে পেরেছেন কেবল ৪ টি ম্যাচে। স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা ও রিয়ালকে চ্যাম্পিয়ন লীগ জেতানো কোচ ভিসেন্তে দেল বস্কের রেকর্ড আরও খারাপ, ১০ টি এল ক্লাসিকোর মধ্যে জিতেছেন মোটে ৩ টিতে।

বার্সেলোনার বিপক্ষে সবচেয়ে বেশি ম্যাচে ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন, এমন দশজন কোচের মধ্যে জিদানের কাছাকাছি আছেন পাকো ব্রু। ১৯৩৯ থেকে ১৯৪১ এই দুই বছরে ৯ টি এল ক্লাসিকো সামলে ৫ টিতেই জিতে ফিরেছিলেন, জয়ের হার ৫৫.৫%।

মাদ্রিদ সমর্থকেরা নিশ্চয়ই মনে মনে প্রার্থনা শুরু করে দিয়েছেন, জিদানের এই রেকর্ড অব্যাহত থাকুক পরের ম্যাচেও! হারলে যে শিরোপা দৌড় থেকে ছিটকে পড়া একরকম নিশ্চিতই হয়ে যাবে লস ব্লাঙ্কোসদের।

মার্কা অবলম্বনে

About Sanjoy Basak Partha

Check Also

হারানো বিশ্বকাপ খুঁজে দিয়েছিল যেই কুকুর!

শুনতে কিছুটা অবাক লাগছে? বিশ্বকাপ হারালোই বা কবে, আবার কোনো কুকুর সেটা খুঁজে বের করলোই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *