মানবদেহের অজানা ও বিস্ময়কর যত তথ্য! – Creative IT Blog
Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / মানবদেহের অজানা ও বিস্ময়কর যত তথ্য!

মানবদেহের অজানা ও বিস্ময়কর যত তথ্য!

বিজ্ঞানের উন্নতির সাথে সাথে মানবদেহ সম্পর্কে কম বিস্ময়কর তথ্য আবিষ্কৃত হয়নি। কিছু কিছু তথ্য তো এমনই বিস্ময়কর, অবিশ্বাসে চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম। মানবদেহ সম্পর্কে তেমনি বেশ কিছু বিস্ময়কর তথ্য আজ থাকছে প্রিয়লেখার পাতায়।

  • চোখের কর্ণিয়া মানবদেহের একমাত্র অংশ, যেখানে কোন রক্ত সরবরাহ হয়না। সরাসরি বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে কর্ণিয়া।
  • নিজের স্মৃতিশক্তি সম্পর্কে সন্দিহান? তাহলে জেনে রাখুন, মানুষের মস্তিষ্কের স্মরণ রাখার ক্ষমতা একটি হার্ডডিস্কের ৪ টেরাবাইটের সমান।
  • একটি শিশু সাত মাস বয়স পর্যন্ত একই সাথে শ্বাস গ্রহণ ও খাওয়া, দুটোই সমানভাবে করতে পারে।
  • মানুষের মাথার খুলি ২৯ টি ভিন্ন ভিন্ন হাড় দিয়ে গঠিত।
  • মানুষের মস্তিষ্ক থেকে যে স্নায়ু তাড়না দেহের অন্য অঙ্গের উদ্দেশ্যে পাঠানো হয় তার গতি ঘণ্টায় ২৭৪ কিলোমিটার।
  • একটি সাধারণ মানবদেহে যে পরিমাণ কার্বন মজুদ থাকে তা দিয়ে ৯০০ টি পেন্সিল, যে পরিমাণ চর্বি জমা থাকে তা দিয়ে ৭ বার সাবান ও যে পরিমাণ পানি জমা থাকে তা দিয়ে ৫০ লিটার ব্যারেল ভর্তি করা যাবে।
  • একটি সুস্থ হৃদপিণ্ড সারা জীবনে গড়ে ১৮২ মিলিয়ন লিটার রক্ত পাম্প করে থাকে।

  • আপনি এই বাক্যটি পড়তে পড়তেই আপনার দেহের ৫০ হাজার কোষ ধ্বংস হয়ে নতুন কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেছে।
  • গর্ভধারণের তিন মাসের মাথায় একটি মানব ভ্রূণ তার নিজস্ব ফিঙ্গারপ্রিন্টের মালিক হয়ে যায়।
  • পুরুষের হৃদপিণ্ডের তুলনায় নারীর হৃদপিণ্ড দ্রুত সংকুচিত প্রসারিত হয়।
  • বাঁহাতি মানুষের তুলনায় ডান হাতি মানুষ গড়ে ৯ বছর বেশি বেঁচে থাকে।
  • বিশ্বের দুই তৃতীয়াংশ মানুষ চুমু খাওয়ার সময় নিজেদের মাথা অবচেতনেই ডান দিকে ঝোঁকায়।
  • মানুষ যা স্বপ্নে দেখে তার ৯০% ই ঘুম থেকে উঠে ভুলে যায়।
  • একজন স্বাভাবিক মানুষ দিনে ২৩ হাজার ৪০ বার শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে।
  • সকালের তুলনায় সন্ধ্যায় প্রত্যেক মানুষের উচ্চতা ১ সেন্টিমিটার করে কম থাকে।
  • জীবনের শেষ পর্যায়ে এসে একজন ব্যক্তি গড়ে ১৫০ ট্রিলিয়ন টুকরো টুকরো তথ্য মনে করতে পারে।
  • ব্লাশ করলে নাকি লজ্জায় মুখ রাঙ্গা হয়ে ওঠে? জেনে রাখুন, মুখের সাথে সাথে আপনার পাকস্থলীও লাল হয়ে ওঠে!
  • আপনার শরীরের ওজনের ১% সমান পানি যখন আপনার দেহ থেকে বেরিয়ে যায়, তখন আপনার পানি তৃষ্ণা বোধ হয়। ৫% পানি বের হয়ে গেলে আপনি অজ্ঞান হয়ে যাবেন, আর ১০% পানি বের হলে ডিহাইড্রেশনের কবলে পরে মারা যাবেন।
  • মানবদেহে কম করে হলেও ৭০০ এনজাইম সক্রিয় আছে।
  • একটি চার বছরের বাচ্চা সারাদিনে গড়ে ৪৫০ টি প্রশ্ন করে থাকে।
  • শুধু মানুষেরই নয়, কোয়ালাদেরও প্রত্যেকের আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট আছে।
  • একজন মানুষের মাথায় প্রতিদিন প্রায় ১০০ টি নতুন চুল গজায়।
  • একজন মানুষের ঘুমিয়ে পড়তে গড়ে ৭ মিনিট সময় লাগে।
  • ডানহাতি মানুষ বেশিরভাগ খাবার মুখের ডান পাশে চিবিয়ে থাকে, বাঁহাতি মানুষ বেশিরভাগ সময় চিবায় মুখের বাম পাশে।
  • বিশ্বের মাত্র ৭% মানুষ বাঁ হাতি।

  • মানুষের দৈহিক বৃদ্ধির একটি নির্দিষ্ট বয়সসীমা আছে। এ ধরণের কোন বয়সসীমা যদি না থাকত, আর জীবনের শেষ পর্যন্ত মানুষ বৃদ্ধি পেত, তবে একজনের চুলের দৈর্ঘ্যই হতো ৭২৫ কিলোমিটার রাস্তার সমান!
  • মানবদেহে প্রায় ২ কেজি ওজনের সমপরিমাণ ব্যাকটেরিয়া থাকে।
  • মানুষের শরীরে যে পরিমাণ ক্যালসিয়াম জমা থাকে, তার ৯৯% ই থাকে মানুষের দাঁতে।
  • চুমু খাওয়ার সময় একজন মানুষ আরেকজনের শরীরে ২৭৮ ধরণের ব্যাকটেরিয়া স্থানান্তর করে। সৌভাগ্যবশত, এর ৯৫% ব্যাকটেরিয়ারই কোন ক্ষতিকর প্রভাব নেই।
  • অদ্ভুত শোনালেও সত্য, দেয়ালের সাথে মাথা ঠোকার মাধ্যমে আপনি ঘণ্টায় ১৫০ ক্যালরি পর্যন্ত কমাতে পারবেন শরীর থেকে!
  • পায়ের নখের চেয়ে হাতের নখ প্রায় চারগুণ দ্রুত বাড়ে।
  • একজন মানুষ তার গোটা জীবনকালে গড়ে প্রায় দুই সপ্তাহের সমপরিমাণ সময় চুমুর পেছনে ব্যয় করে।
  • মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি জানেন? জিহবা।
  • একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির হৃদপিণ্ডের ওজন ২২০-২৬০ গ্রাম।
  • জন্মের সময় একজন মানুষের দেহে ১৪ বিলিয়ন কোষ থাকে। এই সংখ্যা কখনো বাড়ে না। ২৫ বছর বয়সের পর থেকে প্রতিদিন ১ লাখ করে কোষ কমতে থাকে। একটি বইয়ের এক পাতা পড়তে যে সময় লাগে, সে সময়ের মধ্যেই নষ্ট হয়ে যায় ৭০ টি কোষ। ৫০ বছরের পর থেকে মানুষের মস্তিষ্ক ছোট হয়ে যেতে থাকে।
  • জন্মের সময় একটি শিশুর দেহে প্রায় ৩০০ টির কাছাকাছি হাড় থাকে। প্রাপ্তবয়স্ক হতে হতে সে সংখ্যা নেমে দাঁড়ায় ২০৬ এ।
  • মানুষের ডান ফুসফুস বাম ফুসফুসের চেয়ে বেশি বাতাস গ্রহণ করতে পারে।

  • মানুষের মুখেই কেবলমাত্র ৪০ হাজার ব্যাকটেরিয়া থাকে।
  • বসন্ত ঋতুতে শিশুদের বৃদ্ধি বেশি হয়।
  • হাসার সময় একজন মানুষ ১৭ টি পেশির ব্যবহার করে, ভ্রু কুঁচকানোর সময় ব্যবহার করে ৪৩ টি পেশি।
  • গড়ে একজন মানুষ ২৪ ঘণ্টায় ৪৮০০ শব্দের ব্যবহার করে।
  • জন্মের সময় মানুষের চোখের আকার যেরকম থাকে, সারা জীবন সেরকমই থাকে। কিন্তু নাক ও কানের আকার বয়সের সাথে সাথে বৃদ্ধি পায়।
  • জার্মান গবেষকদের দেয়া তথ্যমতে, সপ্তাহের অন্য যেকোনো বারের তুলনায় সোমবারে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকে!
  • চোখ খুলে হাঁচি দেয়া অসম্ভব।

ব্রাইটসাইড ডট মি অবলম্বনে

About Sanjoy Basak Partha

Check Also

সূর্যের মৃত্যু ঘটলে কেমন হবে ভাবুন তো!

বিজ্ঞানীরা বলেন যে একটা সময় সকল নক্ষত্রের মৃত্যু ঘটবে। আসলে নক্ষত্রের মৃত্যুটা ঠিক কেমন হবে? …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *