সর্বকালের অন্যতম সেরা ২০টি মুভি ডায়লগ – Creative IT Blog
Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611
Home / মুভি / সর্বকালের অন্যতম সেরা ২০টি মুভি ডায়লগ

সর্বকালের অন্যতম সেরা ২০টি মুভি ডায়লগ

কথায় কথায় সিনেমার ডায়লগ শুনিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়া সিনেমাপ্রেমি প্রায় প্রতিটি বন্ধুমহলেই দুয়েকজন থাকে। সিনেমার বিখ্যাত সব দৃশ্য তো বটেই, অখ্যাত দৃশ্যে ব্যবহার করা হয়েছে এমন ডায়লগও তাদের ঠোঁটের আগায় যেন ঝুলে থাকে। তাদের কথা থাক, আজ বরং সিনেমাবোদ্ধা এবং অভিনেতাদের মতে সর্বকালের সেরা ২০টি মুভি সংলাপের কথা জেনে নেয়া যাক।

১. Frankly, my dear, I don’t give a damn.

সত্যি কথা বলতে কী, আমি এসবের থোড়াই কেয়ার করি। (গন উইথ দ্য উইন্ড, ১৯৩৯)

২. I’m gonna make him an offer he can’t refuse

তাকে এমন একটা প্রস্তাব দেব যে মানাই করতে পারবে না। (দ্য গডফাদার, ১৯৭২)

৩. Toto, I’ve a feeling we’re not in Kansas anymore.

টোটো, আমার মনে হচ্ছে আমরা আর কানসাসে নেই। (দ্য উইজার্ড অফ অজ, ১৯৩৯)

৪. Go ahead, make my day.

এগিয়ে যাও, দিনটাকে ভালো করে দাও। (সাডেন ইমপ্যাক্ট, ১৯৮৩)

৫. You talking to me?

তুমি আমার সাথে কথা বলছ? (ট্যাক্সি ড্রাইভার, ১৯৭৬)

৬. I am big! It’s the pictures that got small.

আমি তো বড় হয়েছি! ছবিগুলোই বরং ছোট হয়ে গেছে। (সানসেট, ১৯৫০)

৭. Love means never having to say you’re sorry.

ভালোবাসা মানে কখনোই দুঃখিত বলার অবকাশ থাকবে না। (লাভ স্টোরি, ১৯৭০)

৮. Louis, I think this is the beginning of a beautiful friendship.

লুইস, আমার মনে হয় আমরা খুব সুন্দর একটি বন্ধুত্ব শুরু করতে যাচ্ছি। (কাসাব্লাঙ্কা, ১৯৪২)

৯. You can’t handle the truth!

সত্যটা তুমি সামলাতে পারবে না! (অ্যা ফিউ গুড ম্যান, ১৯৯২)

১০. E.T. phone home.

ই.টি. বাড়িতে ফোন করবে। (ই.টি.- এক্সট্রা টেরেস্ট্রায়াল, ১৯৮২)

১১. Bond. James Bond.

বন্ড, জেমস বন্ড। (ডক্টর নো, ১৯৬২)

১২. There’s no place like home.

বাড়ির মতো আর কোনো জায়গা দুনিয়ায় নেই। (দ্য উইজার্ড অফ অজ, ১৯৩৯)

১৩. A census taker once tried to test me. I ate his liver with some fava beans and a nice Chianti.

একবার এক লোক আদমশুমারি করতে এসেছিল আমার কাছে। তার কলিজা শিম দিয়ে রান্না করে ইতালীয় ওয়াইন দিয়ে খেয়ে ফেলেছি। (সাইলেন্স অফ দ্যা ল্যাম্বস, ১৯৯১)

১৪. My mama always said life was like a box of chocolates. You never know what you’re gonna get.

আমার মা সবসময় বলত জীবন একটা চকলেটের বাক্সের মতো। ভেতরে কী আছে তা কখনোই আগে থেকে বলা সম্ভব না। (ফরেস্ট গাম্প, ১৯৯৪)

১৫. Oh, Jerry, don’t let’s ask for the moon. We have the stars.

ওহ জেরি, চাঁদটাকে চেয়ো না তো। তারা তো আমাদের আছেই। (নাও ভয়েজার, ১৯৪২)

১৬. After all, tomorrow is another day!

সর্বোপরি, কালকের দিনটা তো নতুন করে শুরু হবে! (গন উইথ দ্য উইন্ড, ১৯৩৯)

১৭. I’ll have what she’s having.

ও যা নিচ্ছে আমিও তাই নেব। (হোয়েন হ্যারি মেট স্যালি, ১৯৮৯)

১৮. Today, I consider myself the luckiest man on the face of the earth.

আজ নিজেকে আমার পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। (দ্য প্রাইড অফ দ্য ইয়াঙ্কিস, ১৯৪২)

১৯. Well, nobody’s perfect.

ঠিক করে বলতে গেলে, আমরা কেউই পারফেক্ট নই। (সাম লাইক ইট হট, ১৯৫৯)

২০. One morning I shot an elephant in my pajamas. How he got in my pajamas, I don’t know.

এক সকালে পায়জামার ভেতরে লুকিয়ে থাকা একটা হাতিকে গুলি করলাম। পায়জামার ভেতরে ওটা কীভাবে এলো, আমি জানি না। (অ্যানিম্যাল ক্র্যাকার্স, ১৯৩০)

About farzana tasnim

Check Also

২০১৮ সালের সেরা মুভি ব্ল্যাক প্যান্থার

২০১৮ সালে দর্শকের মন জয় করতে আসছে যে মুভিগুলো

এসেছে নতুন বছর, তার সাথে তাল মিলিয়ে রুপালী পর্দা কাঁপাতে হাজির হয়েছে একের পর এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *