চ্যাম্পিয়ন্স লীগ ২০১৭ এর গ্রুপ পর্বের যত খুঁটিনাটি – Creative IT Blog
Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611
Home / অন্যান্য / চ্যাম্পিয়ন্স লীগ ২০১৭ এর গ্রুপ পর্বের যত খুঁটিনাটি

চ্যাম্পিয়ন্স লীগ ২০১৭ এর গ্রুপ পর্বের যত খুঁটিনাটি

শেষ হল এবারের চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বের সব ম্যাচ। অ্যাটলেটিকো মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, নাপোলি, মোনাকোর মত হাই প্রোফাইল দল যেমন বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকেই, তেমনি বাসেল, শাখতারের মত দলগুলো উঠে গেছে পরের পর্বে। গোলের খেলা ফুটবল, আর সেখানে গোল নিয়েই হয়েছে বেশ কিছু রেকর্ড। এবারের চ্যাম্পিয়ন্স লীগ গ্রুপ পর্বের খুঁটিনাটি সব তথ্য নিয়েই আজকের প্রিয়লেখার আয়োজন।

গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের পর্বে উঠেছে যারা:

ম্যানচেস্টার ইউনাইটেড (ইংল্যান্ড), পিএসজি (ফ্রান্স), রোমা (ইতালি), বার্সেলোনা (স্পেন), লিভারপুল (ইংল্যান্ড), ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড), বেসিকতাস (তুরস্ক) ও টটেনহাম হটস্পার (ইংল্যান্ড)।

গ্রুপ রানার্স-আপ হিসেবে পরের পর্বে উঠেছে যারা:

বাসেল (সুইজারল্যান্ড), বায়ার্ন মিউনিখ (জার্মানি), চেলসি (ইংল্যান্ড), জুভেন্টাস (ইতালি), সেভিয়া (স্পেন), শাখতার দোনেৎস্ক (ইউক্রেন), পোর্তো (পর্তুগাল) ও রিয়াল মাদ্রিদ (স্পেন)।

  • মোট ম্যাচ- ৯৬ টি
  • মোট গোল- ৩০৬ টি
  • গ্রুপ পর্বে সর্বোচ্চ পয়েন্ট- টটেনহাম (১৬ পয়েন্ট)
  • গ্রুপ পর্বে সর্বোচ্চ গোল- পিএসজি (২৫)
  • অপরাজিত- বার্সেলোনা, বেসিকতাস, লিভারপুল, টটেনহাম
  • সবচেয়ে কম গোল খাওয়া দল- বার্সেলোনা (১ গোল)
  • সবচেয়ে বেশি ড্র- অ্যাটলেটিকো মাদ্রিদ (৪ টি)
  • অভিষিক্ত দুই দল- আরবি লেইপজিগ (৩য় স্থান), কারাবাগ (৪র্থ স্থান)
  • হোম ম্যাচে সবচেয়ে বড় জয়- লিভারপুল (স্পার্তাক মস্কোর বিপক্ষে ৭-০)
  • অ্যাওয়ে ম্যাচে সবচেয়ে বড় জয়- লিভারপুল (মারিবরের বিপক্ষে ৭-০)
  • এক ম্যাচে সবচেয়ে বেশি গোল- ৮ গোল (পিএসজি ৭-১ সেল্টিক)
  • সর্বোচ্চ দর্শকের উপস্থিতি- ৮৩ হাজার ৭৮২ (টটেনহাম বনাম রিয়াল)
  • গড়ে সবচেয়ে বেশি উপস্থিতি- ম্যানচেস্টার ইউনাইটেড (৭৪ হাজার ৩২০)
  • গ্রুপ পর্বের সর্বোচ্চ গোলদাতা- ক্রিশ্চিয়ানো রোনালদো (৯ গোল)
  • সর্বোচ্চ অ্যাসিস্ট- জেমস মিলনার (৫)
  • সর্বোচ্চ ক্লীন শীট- আলফোন্সো আরিওলা, মার্ক আন্দ্রে টের স্টেগেন, টমাস ভ্যালিক (৪ টি)
  • সবচেয়ে বেশি দৌড়েছেন- সাউল নিগুয়েজ; ৭২ হাজার ১৮১ মিটার
  • সর্বোচ্চ কমপ্লিটেড পাস- এভার বানেগা (৬১৩)
  • সর্বোচ্চ সেইভ- ইব্রাহিম সেভিচ (কারাবাগ); ৩৫ টি

যেসব নতুন রেকর্ডের সাক্ষী হলেন দর্শকেরা:

  • চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে গ্রুপ পর্বে সবচেয়ে বেশি গোলের রেকর্ড- ৩০৬ টি
  • প্রথম ফুটবলার হিসেবে গ্রুপ পর্বের সবকয়টি ম্যাচেই গোলের রেকর্ড- ক্রিশ্চিয়ানো রোনালদো
  • গ্রুপ পর্বে ৬০ গোলের মালিক হওয়া ফুটবলার- লিওনেল মেসি; ক্রিশ্চিয়ানো রোনালদো
  • গ্রুপ পর্বে কোন দলের সর্বোচ্চ গোলের রেকর্ড- পিএসজি (২৫)
  • চ্যাম্পিয়ন লীগের ইতিহাসে কোন তুর্কি ক্লাবের সর্বোচ্চ পয়েন্ট- বেসিকতাস (১৪)
  • প্রথম কোন তুর্কি ক্লাবের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া- বেসিকতাস
  • প্রথম দেশ হিসেবে রাউন্ড অফ সিক্সটিনে ৫ টি দল- ইংল্যান্ড
  • একদেশের সর্বোচ্চ সংখ্যক ক্লাবের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া- ইংল্যান্ড; ৪ টি ক্লাব (যৌথভাবে রেকর্ড)
  • গ্রুপ পর্বে সবচেয়ে কম গোল খাওয়ার রেকর্ড- বার্সেলোনা (যৌথভাবে রেকর্ড)
  • সবচেয়ে বড় অ্যাওয়ে জয়- লিভারপুল (যৌথভাবে রেকর্ড)

উয়েফা ডট কম অবলম্বনে

 

About Sanjoy Basak Partha

Check Also

২৪ বছর পর হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পেলেন বাবা-মা!

কি বলবেন একে, অবিশ্বাস্য? রূপকথার গল্প? লেখাটা পড়ার পর তা আপনি বলতেই পারেন। এ যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *