ক্রিশ্চিয়ানো রোনালদোর গাড়ির বাহার! – Creative IT Blog
Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611
Home / অন্যান্য / ক্রিশ্চিয়ানো রোনালদোর গাড়ির বাহার!

ক্রিশ্চিয়ানো রোনালদোর গাড়ির বাহার!

ফুটবলারদের গাড়িপ্রীতির কথা মোটামুটি সবারই জানা। একের অধিক গাড়ি ব্যবহার করেন অনেক তারকা ফুটবলারই। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্ষেত্রে সেই সংখ্যাটা এক দুই করতে করতে ২০ এ গিয়ে পৌঁছেছে! ভুল পড়েননি পাঠক, বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলারটির গ্যারেজে শোভা পাচ্ছে বিশ বিশটি গাড়ি। যার মধ্যে সর্বশেষ সংযোজন কয়েক দিন আগেই কেনা বিলাসবহুল বুগাত্তি চিরন গাড়িটি। নতুন গাড়ির প্রতি রোনালদোর নেশা পুরানো কিছু নয়। নিজের গাড়িগুলোর জন্য বিশাল একটি গ্যারেজও বানিয়ে নিয়েছেন তিনি। সময়ের অন্যতম জনপ্রিয় ফুটবলারের গাড়ির কালেকশন নিয়েই আজকের প্রিয়লেখার আয়োজন।

রোনালদোর কেনা প্রথম গাড়ি এই বিএমডব্লিউ এম৬। ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়ার পর ২০০৬ সালে ১ লাখ ২ হাজার ডলার সমমূল্যের এই গাড়িটি কেনেন রোনালদো।

২০০৭ সালে রোনালদোর কেনা ৩ গাড়ির একটি এটি, এই বছরে কেনা সবচেয়ে দামী গাড়িও। ১ লাখ ৯৫ হাজার ডলার দিয়ে বেন্টলি কন্টিনেন্টাল জিটিসি গাড়িটি কিনেছেন রোনালদো।

রোনালদোর ক্যারিয়ারের অন্যতম ‘সস্তা’ গাড়ি এটি। ২০০৭ সালেই ‘মাত্র’ ৫৫ হাজার ডলার দিয়ে মার্সিডিজ বেঞ্জ সি ক্লাস স্পোর্টস কুপ গাড়িটি কেনেন তিনি।

                                          একই বছর ৭০ হাজার ডলার দিয়ে পোরশে সিয়ানে গাড়িটি কেনেন সিআর সেভেন।

২০০৮ সালে কেনা এই বিলাসবহুল গাড়িটি কিনতে রোনালদোকে খরচ করতে হয়েছে ৩ লাখ ১০ হাজার ডলার! গাড়িটির নাম ফেরারি ৫৯৯ জিটিবি ফিওরানো।

                                           একই বছর অডি কিউ৭ গাড়িটি তিনি কেনেন ৫০ হাজার ডলার দিয়ে।

            ২০০৮ সালেই কেনা দ্বিতীয় বিলাসবহুল গাড়িটি হল ফেরারি এফ৪৩০। ৩ লাখ ডলার খরচ করতে হয়েছে গাড়িটি কেনার জন্য।

                   ২০০৯ সালে পোরশে ৯১১ ক্যারেরা ২এস ক্যাব্রিওলেট গাড়িটি ১ লাখ ১ হাজার ডলার দিয়ে কেনেন রোনালদো।

                                  ২০০৯ সালেই রোনালদো বেন্টলি জিটি স্পীড গাড়িটি কিনেন ২ লাখ ২০ হাজার ডলার দিয়ে।

২০০৯ সালেই অডি কোম্পানির দুটি গাড়ি কিনেন সিআর সেভেন, অডি আর৮ ও অডি আরএস৬। খরচ পরেছে যথাক্রমে দেড় লাখ ও ৮০ হাজার ডলার।

মাঝে ২০১০ এ কোন গাড়ি কেনেননি রোনালদো। ২০১১ তে শুরুতে কিনেন এই মাসেরাটি গ্র্যানক্যাব্রিও গাড়িটি, খরচ পরে ১ লাখ ৪০ হাজার ডলার।

রোনালদোর গ্যারেজের দ্বিতীয় দামী গাড়ি এটি। ২০১১ তেই ক্রয়কৃত ফেরারি ৫৯৯ জিটিও গাড়িটির খরচ পরেছিল ৩ লাখ ৮৫ হাজার ডলার।

২০১২ তে কেনেন আরেকটি দামী গাড়ি। ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডোর এলপি ৭০০-৪ গাড়িটি কিনতে রোনালদোর খরচ হয়েছে ৩ লাখ ১৮ হাজার ডলার।

                                            এরপর পোরশে সায়ানে টারবো গাড়িটি কেনেন ৯৬ হাজার ডলার খরচ করে।

মার্সিডিজ বেঞ্জ সি২২০ সিডিআই গাড়িটি রোনালদোর গ্যারেজের সবচেয়ে ‘সস্তা’ গাড়ি। ৪০ হাজার ডলার খরচ করে গাড়িটি কিনেছিলেন রোনালদো।

          এখন পর্যন্ত রোনালদোর কেনা অন্যতম দামী গাড়ি এটি, নাম বুগাত্তি ভেরন। গাড়িটি কিনতে কত খরচ পরেছে জানেন? ১৭ লাখ ডলার!

                                                  এই গাড়িটির নাম অ্যাস্টন মার্টিন ডিবি৯, খরচ পরেছে ২ লাখ ডলার।

                                              আর এই ফ্যান্টম রোলস রয়েস গাড়িটি কিনেছেন ৪ লাখ ডলার দিয়ে।

রোনালদোর গাড়ির গ্যারেজে সর্বশেষ অতিথি এই বুগাত্তি চিরন গাড়িটি। এটিই সম্ভবত রোনালদোর কেনা সবচেয়ে দামী গাড়ি, খরচ হয়েছে প্রায় সাড়ে ২৪ লাখ ডলার।

 

 

 

 

 

 

 

 

About Sanjoy Basak Partha

Check Also

২৪ বছর পর হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পেলেন বাবা-মা!

কি বলবেন একে, অবিশ্বাস্য? রূপকথার গল্প? লেখাটা পড়ার পর তা আপনি বলতেই পারেন। এ যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *