অ্যাডভান্সড গ্রাফিক্স ডিজাইন শিখুন ! আয় করুন !! ফী পরিশোধ করুন !!! – Creative IT Blog
Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611
Home / অন্যান্য / অ্যাডভান্সড গ্রাফিক্স ডিজাইন শিখুন ! আয় করুন !! ফী পরিশোধ করুন !!!

অ্যাডভান্সড গ্রাফিক্স ডিজাইন শিখুন ! আয় করুন !! ফী পরিশোধ করুন !!!

আপনারা যারা গ্রাফিক ডিজাইনের  কাজ শিখেছেন, জানেন ফটোশপ ও ইলাস্ট্রেটর তবু কাজের মাঝে সফলতা খুঁজে  পাচ্ছেন না, ভালো আয় করতে পারছেন না তাদের জন্য আমরা আবারো এনেছি অ্যাডভান্সড গ্রাফিক ডিজাইন এ  আয় করে কোর্স ফী পরিশোধ করার সুযোগ।   

“গ্রাফিক ডিজাইন”- হচ্ছে নান্দনিক রূপে খুব সহজে এমন একটি ডিজাইন সৃষ্টি যা রঙে, বর্ণে, তথ্যে সমৃদ্ধ এবং অবশ্যই তা ইউনিক যা খুব সহজে ক্লায়েন্ট ও টার্গেট কাস্টমার উভয়কেই আকৃষ্ট করতে সক্ষম।

  • আপনি কি গ্রাফিক ডিজাইন কোর্স করেছেন?
  • ফটোশপ ও ইলাস্ট্রেটর শিখেও  ভালো মানের কাজ করতে পারছেন না?
  • ভাবছেন আপনার ইউনিক ডিজাইন বা কালার সম্পর্কে যথেষ্ট পরিমানে ধারণা নেই?
  • ডিজাইন সাবমিট করছেন তবু কন্টেস্টে উইন আসছে না?
  • ভালো বায়ার ফীডব্যাক পাচ্ছেন না?

উপরের প্রশ্নগুলোর উত্তর যদি হ্যা হয়, তবে আমরা আপনাকেই খুঁজছি।বিশ্ব যতটা এগিয়ে চলেছে ঠিক ততোটাই পরিবর্তিত হচ্ছে ডিজিটাল আর্টের দুনিয়া। তাই নিছক দুই-একটা সফটওয়্যার বা টুলস জেনে আপনি কিন্তু নিজেকে  গ্রাফিক ডিজাইনে দক্ষ বলে প্রমান করতে পারবেন না,ডিজাইনার দুনিয়ায় দক্ষতাই সব কিছু নয়, চাই সঠিক পরিমানে সৃজনশীলতাও।

তাই এবার আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অ্যাডভানস গ্রাফিক ডিজাইনে ৪ মাসের বিশেষ স্কলারশিপ। আমরা আপনাকে শিখাবো আয় করার স্মার্ট কৌশল। বিশ্বাস করুন আপনার চেষ্টা ও আমাদের নির্দেশনা আপনাকে গড়ে তুলবে অনন্য রূপে সফল করে।

গ্রাফিক ডিজাইন কিঃ

বেশির ভাগ মানুষ গ্রাফিক ডিজাইন বলতে বুঝেন যেভাবে লোগো বা বিজনেস কার্ড ডিজাইন করা হয়। তার মানে যারা এসব ডিজাইন করেন তারাই গ্রাফিক ডিজাইনার!!!  নাকি তারা যারা ফটোশপ এ ইমেজ রিটাচের কাজ করেন, আপনার ছবিকে ঠিকঠাক করে দেন?  নাকি তারা গ্রাফিক ডিজাইনার  ম্যাগাজিনের অ্যাড ডিজাইন করেন??? জি- ঠিক আছে এরা সবাই গ্রাফিক ডিজাইনার, তবে তারা একটি বিশাল ছবির  ক্ষুদ্র ক্ষুদ্র অংশ।

যে গুনগুলো একজন টপ ক্লাস গ্রাফিক ডিজাইনার এর  জানা আবশ্যক

  • অসাধারন রঙের ধারণা যা তার নান্দনিক সৌন্দর্যের পরিচায়ক।
  • প্রেজেন্টেশন স্কীল যা সুন্দর উপস্থাপনের পরিচায়ক
  • ফন্ট সম্পর্কে ধারনা, কোন মেসেজের সাথে কোন ফন্ট ভালো যাবে তা বুঝতে পারা
  • অল্প কথায় অনেক কিছু বুঝানোর দক্ষতা
  • পিকচার ও অবজেক্ট সম্পর্কে  কার্যকরী জ্ঞান।

একজন অ্যাডভানস গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য আমরা যা হাতে কলমে শিখাবোঃ

  • কালার কনসেপ্ট
  • ডিজাইন পারফেক্ট ফন্ট ব্যবহার
  • লোগো স্কেচ
  • ওয়েব টেমপ্লেট স্কেচ
  • অ্যাড অ্যানালিসিস (বিজ্ঞাপন বিশ্লেষণ)
  • ফ্রীল্যান্সিং গাইড লাইন
  • পারফেক্ট প্রোফাইল তৈরি

ক্রিয়েটিভ আইটিতে কিভাবে সাজিয়েছি আমরা  ‘অ্যাডভান্সড গ্রাফিক কোর্স’

আমদের এই কোর্সে অংশ নিয়ে আপনারা জানতে পারবেনঃ

  • আউটসোর্সিং মার্কেট প্লেসে কাজ পাওয়ার কৌশল
  • পারফেক্ট ডিজাইন্ড প্রফেশনাল পোর্টফোলিও গাইডলাইন
  • লোগো, ব্রসিয়োর,ভিজিটিং কার্ডের প্রিন্টিং এন্ড কালার পারফেকশন সম্পর্কে আইডিয়া
  • ক্রিয়েটিভ ইমেজ ও ফটোজেনিক ডিজাইন
  • ডিজাইন, প্রডাকশন,গ্রাফিক্স ডিজাইন লেআউট,প্রিন্টিং সহ আরও অনেক কিছু

কোর্সে বিশেষ যা থাকবেঃ

  • ১০টি লাইভ প্রোজেক্টে কাজ করার সুযোগ
  • লাইভ কন্টেস্ট এ অংশগ্রহণ
  • মর্নিং সেশন/ইভেনিং সেশন এ ভর্তি ও ক্লাসের সুযোগ

আমাদের এখানে প্রশিক্ষন নিলে যে সুবিধা সমুহ আপনি পাবেনঃ

  • প্রতিটি মার্কেট প্লেসের আলাদা ও দক্ষ প্রশিক্ষক
  • লেটেস্ট আপ টু ডেট কারিকুলাম
  • ল্যাব ও থিওরী ক্লাসের সমন্নয়
  • ইন্সট্রাক্টরদের  সার্বক্ষণিক ও নিবিড় তত্ত্বাবধান
  • লাইভ প্রোজেক্টের উদাহরণ
  • ফ্রী রিভিউ ক্লাস
  • ফ্রী ব্যাক আপ ক্লাস
  • এক্সট্রা ল্যাব সাপোর্ট

বিশেষ সুবিধাঃ

    • আপনাদের প্রফেশনাল প্রোফাইল আপনারা আমাদের এখানেই তৈরি করেন এক্সপার্টদের নিবিড় সহায়তায়।

বিঃদ্রঃ আমাদের এখানে ক্লাস চলাকালীন সময়ে আমরা আপনার আয় নিশ্চিত করবো।

কোথাও ভর্তি হবার আগে অবশ্যই দেখে নিন আমাদের সফলতাঃ (ইউটিউব লিঙ্ক)ঃ http://www.youtube.com/c/CreativeITInstituteofBangladeshDhaka

এবার আপনি নিজেই ভাবুন কাদের থেকে আপনি শিখতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন?  আপনার সাফল্য ও স্বপ্ন পুরনের প্রতিটি পদক্ষেপে আমরা ক্রিয়েটিভ পরিবার হবো সার্বক্ষণিক সঙ্গী এই আমাদের অঙ্গিকার।

আগ্রহীরা আজই রেজিস্ট্রেশন করে ফেলুন নীচের লিংকটিতে।  

রেজিস্ট্রেশন এর শেষ তারিখঃ ১০.০৩.১৭

https://goo.gl/forms/6OCU9eN63cTz5nG53

আমাদের সাথে যোগাযোগের ঠিকানাঃ

ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট

মমতাজ প্লাজা (৫মতলা ),

বাড়ি# ৭, রোড# ৪, ধানমন্ডি, ঢাকা।

আমাদের সাথে কথা বলতেঃ ০১৯৯০৭৭৯৮৪৩ ,০১৬২৪৮৮৮৪৪৪ , ০১৯৯০৭৭৯৮১৪ ,০১৬৮৮১০৫১২২

আমরা রয়েছি আপনাদের অপেক্ষায় ক্রিয়েটিভ আইটি প্রাঙ্গনে।

Advanced Graphics

 

 

 

About চৌধুরী সাহেব

Check Also

২৪ বছর পর হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পেলেন বাবা-মা!

কি বলবেন একে, অবিশ্বাস্য? রূপকথার গল্প? লেখাটা পড়ার পর তা আপনি বলতেই পারেন। এ যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *