কীভাবে কপি কন্টেন্ট স্প্যামারদের পেইজ গুগল থেকে সরাবেন? – Creative IT Blog
Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611
Home / টিপস / কীভাবে কপি কন্টেন্ট স্প্যামারদের পেইজ গুগল থেকে সরাবেন?

কীভাবে কপি কন্টেন্ট স্প্যামারদের পেইজ গুগল থেকে সরাবেন?

সার্চ ইঞ্জিন জায়ান্ট-গুগল একটি ওয়েবসাইট রেঙ্কিং এর ক্ষেত্রে কন্টেন্ট ইউনিক থাকার বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে থাকে। আপনি হয়তো পরিশ্রম করে ইউনিক আর্টিকেল লিখে যাচ্ছেন কিন্তু কেউ কেউ হয়তো আপনার আর্টিকেল কপি করে তাদের সাইটে পাবলিশ করে দিতে পারে।

এর ফলে আপনার সাইট রেঙ্কিং এবং ভিজিটর হারাতে পারে। ক্ষেত্রবিশেষ, কপিকৃত সাইট এর উক্ত পেইজ আপনার অরিজিনাল আর্টিকেল এর চাইতে ভালো রেঙ্ক-এও যেতে পারে।

copy-content-repot

 

আজকের এই টিউটোরিয়াল এর মাধ্যমে আমরা জানতে পারব যে, কীভাবে আপনি এই রকম ডুপ্লিকেট পেইজগুলোকে গুগল এর নিকট রিপোর্ট করতে হয়।ডুপ্লিকেট পেইজগুলোর জন্য রিপোর্ট দিলে, গুগল ওই সকল পেইজগুলো সার্চ ইন্ডেক্স থেকে সরিয়ে নিবে এবং আপনার রেঙ্কিং পূনর্বহাল থাকবে।প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য গুগল সাধারণত ২ থেকে ১০ দিন সময় নিয়ে থাকে।

কীভাবে খুঁজে পাবেন কপিকৃত আর্টিকেল পেইজগুলোকে?

আপনার সাইট থেকে কপি করা হয়েছে এমন সাইটগুলোকে খুঁজে বের করার বেশ কিছু সার্ভিস রয়েছে। এর মধ্যে জনপ্রিয় ২ টি সার্ভিস হচ্ছে, Grammarly এবং Copyscape।

gram

এছাড়া আপনি চাইলে যে কোন লাইন কপি করে ২ টি Inverted Comma এর মধ্যে উক্ত লাইন রেখে সার্চ দিলেও পেতে পারেন।

এছাড়া আপনি চাইলে আপনার ব্লগে TYNT script ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে কপি-পেস্ট স্পেমারদের সাইটের সাথে লিংক ব্যাক হবে এবং আপনি জানতে পারবেন কারা আপনার আর্টিকেল কপি করেছে।

কীভাবে গুগল এর কাছে রিপোর্ট করবেন?

কপি কন্টেন্ট সাইট চিহ্নিত করার পর Google DMCA page এ যেতে হবে। সেখানে সিলেক্ট করতে হবে “Web Search”।

legal

উদাহরণ হিসেবে আমি “Blogger” সিলেক্ট করছি।

leg2

 

পরবর্তি পেইজ-এ নিম্নোক্ত অপশনগুলো সিলেক্ট করুনঃ

  • I have a legal issue that is not mentioned above
  • I have found content that may violate my copyright
  • Yes, I am the copyright owner or am authorized
    remove-copy-content

remove-copy-content-2

remove-copy-content-3

 

এই অপশনগুলো সিলেক্ট করার পর একটি ফর্ম পেইজ লিংক দেয়া হবে এবং সেখানে আপনি উক্ত পেইজগুলোর বিরুদ্ধে রিপোর্ট করতে পারবেন।

roprt-copyright-form

বিভিন্ন ধরণের ফর্মের সরাসরি লিংক নিম্নে দেয়া হলঃ

এখন আপনার প্রয়োজন হয় এমন ফর্মটি পূরণ করে লিঙ্কসমূহ রিপোর্ট করুন। সবকিছু ঠিক থাকলে, কয়েকদিন এর মধ্যেই এই কপিকৃত আর্টিকেল পেইজ গুলো সরিয়ে দেয়া হবে।

আশা করছি এখন আপনিও পারবেন কপি কন্টেন্ট স্প্যামারদের পেইজ গুগল থেকে সরাতে। তাহলে দেরী কেন? চেস্টা করে দেখুন আজই। ধন্যবাদ

About Imon

মোঃ গোলাম মোস্তফা (ইমন) একজন সার্চ ইঞ্জিন অপ্টিমাইজার। তিনি মূলত ওয়েবসাইট অডিট, ওয়েব সাইট রেঙ্কিং, এডসেন্স পাবলিশিং ইত্যাদি কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট এ SEO Department Head হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

Check Also

WiFi Password

ভুলে গিয়েছেন WiFi Password !!! খুঁজে নিন খুব সহজেই

আমাদের প্রায় সময়- ই পাসওয়ার্ড মনে রাখতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা কাজকে সহজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *