ওয়ার্ডপ্রেস Admin Panel (Dashboard) সম্পর্কে বিস্তারিত পরিচিতি ! – Creative IT Blog
Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / ওয়ার্ডপ্রেস Admin Panel (Dashboard) সম্পর্কে বিস্তারিত পরিচিতি !

ওয়ার্ডপ্রেস Admin Panel (Dashboard) সম্পর্কে বিস্তারিত পরিচিতি !

গত পর্বে ওয়ার্ডপ্রেস কিভাবে আপনার লোকাল পিসিতে ইন্সটল করবেন সেগুলোর চিত্রভিত্তিক বর্ণনা দেয়া হয়েছে । আজ ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের/এডমিন প্যানেলের বিস্তারিত আলোচনা করা হবে।
১. প্রথমেই localhost থেকে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে লগিন করুন। http://localhost/citweb/wp-admin/
২. লগিন এর পরে যে পেজটি পাবেন তা নিচের ছবির মতো। এটিই হল বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ড/ এডমিন প্যানেল।
wp-ins09
৩. Dashboard: লগিন করার পর  আপনি যে পেজটি পাবেন সেটিকে ড্যাশবোর্ড বলে। এই সেকশনে দুটি পার্ট থাকে । Home এবং Updates .
home
ক) Home এ ক্লিক করলে আসতে পারবেন ড্যাশবর্ডের যেকোনো সেকশনে।
খ)Updates এ ক্লিক করলে  প্লাগিং, থীম এবং ওয়ার্ডপ্রেস এর নতুন কোন ভার্সন বের হলে তা জানতে পারবেন  এবং আপডেট করে নিতে পারবেন ।
৪. Post: website এ নতুন কোনও লিখা publish করাকে post বলে। post এ click করলে ৪ টি option দেখতে পাবেন ।

ps

সব post যদি দেখতে চাই  all post এ click করলে দেখা যাবে এবং এডিট , ডিলিট করা যাবে। যদি নতুন কোনও post দিতে চাই তাহলে add new থেকে দিতে পারবেন।সাইটে লিখার জন্য আলাদা আলাদা বিভাগ করতে চাইলে Categories পেজ এর ব্যবহার হয়। Tags এখান থেকে পোস্টটির জন্য কিছু সম্পর্কিত ট্যাগ বা কিওয়ার্ড লিখে দিতে পারেন। একাধিক শব্দ দিতে চাইলে, একটি একটি করে লিখবেন আর “Add” বাটনে ক্লিক দিবেন।Tag না দিলেও পোস্ট পাবলিশ হবে।
৫.Media: পোস্টে কোন ছবি, ভিডিও বা অডিও যুক্ত করতে চাইলে Media থেকে করতে হবে। Media থেকে দুটি option পাবেন । নিচে দেয়া হল ঃ
p1
 ক)Libraryঃ আপলোড করে রাখা কোন ছবি, ভিডিও বা অডিও Library থেকে পোস্টে যুক্ত করতে পারবেন।
 খ) Add New ঃ নতুন কোন ছবি, ভিডিও বা অডিও যুক্ত করতে চাইলে Add New থেকে যুক্ত করতে পারবেন।
৭. Pages: আপনার সাইটের সব Page এখানে দেখাবে । নিচে অপশন গুলো দেয়া হল ঃ
pa1
  ক) All Pages: আপনার সাইটের সকল Page এখানে পাবেন।
  খ) Add New: নতুন করে কোন Page এখানে যুক্ত করতে পারবেন।
৮. Comments: এই সেকশন থেকে আপনি আপনার সাইটের সকল Comment যাচাই-বাছাই, পাবলিশ এবং delete করে দিতে পারবেন।
pa2
৯. Appearance: ওয়ার্ডপ্রেসের সবচেয়ে গুরুপ্তপুর্ণ অংশ হল Appearance. এর কয়েকটি part আছে ।
pa
ক) Theme: এখানে থেকে নতুন থীম add এবং delete করে দিতে পারবেন।
খ) Widgets: এখানে থেকে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের সাইডবারে উইজেট add এবং delete করে দিতে পারবেন।
গ) Menus: এখানে থেকে নতুন menu create করতে পাবেন।
ঘ) Theme Options: কিছু টাকা দিয়ে কেনা প্রিমিয়াম এবং কিছু ক্ষেত্রে ফ্রী প্রিমিয়াম theme সহজে কাস্টমাইজেশনের জন্য theme নির্মাতারা এই অপশনটি সংযুক্ত করে দেন।
ঙ) Background: সাইটের background  পরিবর্তনের জন্য এই সেকশনটি ব্যবহার করতে পারবেন।
চ) Header: কোন theme যদি হেডারে ব্যানার ব্যবহারের ব্যবস্থা থাকে তবে আপনি এখানে থেকে নতুন করে ব্যানার add এবং delete করে দিতে পারবেন।
ছ) Editor: আপনার সাইটের সকল ফাইল এখানে থেকে edit করতে পারবেন।
১০. Plugins: দিয়ে আপনি অতি সহজেই আপনার সাইটকে কাঙ্ক্ষিত অবস্থায় নিয়ে যেতে পারবেন।
pa4
ক) Installed Plugging: এখানে আপনার সাইটে ইন্সটলকৃত সব প্লাগিংসগুলো দেখতে পারবেন।
খ) Add New: এখানে থেকে নতুন প্লাগিং add করতে পারবেন।
গ) Editor: এখানে থেকে যেকোনো প্লাগিংস edit করতে পারবেন।
১১. Users: এখান থেকে আপনি আপনার সাইটের user  control করতে পারবেন।
pa5
ক) All Users: এখানে থেকে আপনার সাইটের সব user দের control করতে এবং দেখতে পারবেন।
খ) Add New: এখানে থেকে নতুন user তৈরী করতে পারবেন।
গ) Your Profile: এখানে থেকে সাইটে আপনার নিজের প্রোফাইল edit করতে পারবেন।
১২. Tools: Tools থেকে আপনি আপনার সাইটের লিখা, ইমেজ, ছবি অন্য ব্লগে নিয়ে যেতে, অন্য সাইট থেকে আপনার সাইটে নিয়ে আসতে এবং বুকমার্ক করতে পারবেন।
pa6
১৩. Settings: আপনার সাইটের বিভিন্ন অংশের জন্য settings থেকে change  করে নিতে পারবেন।
pa7
ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পরিচিতি পর্ব এখানেই শেষ।আগামী পর্বে settings নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। জ

About sakeba

Check Also

সূর্যের মৃত্যু ঘটলে কেমন হবে ভাবুন তো!

বিজ্ঞানীরা বলেন যে একটা সময় সকল নক্ষত্রের মৃত্যু ঘটবে। আসলে নক্ষত্রের মৃত্যুটা ঠিক কেমন হবে? …