Localhost এ কিভাবে wordpress setup করতে হবে ? – Creative IT Blog
Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611
Home / ওয়েব ডিজাইন / Localhost এ কিভাবে wordpress setup করতে হবে ?

Localhost এ কিভাবে wordpress setup করতে হবে ?

খুব সহজে ব্লগ অথবা কোনও ওয়েবসাইট তৈরি করার জন্য wordpress এর নাম কম বেশি সবাই শুনেছি। সিএমএস হিসেবে WordPress একটি বিখ্যাত CMS (Content Management System)। সিএমএস এর মধ্যে ওয়ার্ডপ্রেস ১ নম্বর এ আছে। WordPress এ কাজ করার জন্য  HTML, CSS জানা থাকলে হবে। তবে, ভাল করতে হলে আপনাকে অবশ্যই PHP এবং MySQL জানতে হবে। wordpress theme দুই ভাবে install করা যায়।

  • Local server
  • Remote / Web server

আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি লোকাল কম্পিউটারকে লোকাল ওয়েব সার্ভার বানিয়ে ওয়ার্ডপ্রেস সেটআপ দিবেন :
১. প্রথমে আপনার কম্পিউটারকে লোকাল ওয়েব সার্ভার বানাতে WAMP অথবা XAMPP ইন্সটল করে নিন।
WAMP  অথবা  XAMPP সফটওয়্যার দুটি ডাউনলোড করে নিতে পারেন এই লিঙ্ক থেকে
WAMP   http://www.wampserver.com/en/#download-wrapper
XAMPP  https://www.apachefriends.org/download.html
অন্যন্য সফটয়ারের মতই এটা ইন্সটল করতে হবে ।
২. XAMPP  ইন্সটাল করার পর আপনার হার্ডডিস্কের C: ড্রাইভে xampp নামে একটি ফোল্ডার তৈরী হবে। এর ভিতরে htdocs নামের যে ফোল্ডার – টি পাবেন তার ভিতরেই আপনাকে ওয়ার্ডপ্রেস ইন্সটল করেতে হবে।
৩.ওয়ার্ডপ্রেস ইন্সটল করার জন্য প্রথমে https://wordpress.org/ থেকে wordpress file টি download করতে হবে।তারপর htdocs ফোল্ডারের ভিতরে citweb নামের একটি ফোল্ডার করে এর ভিতরে ওয়ার্ডপ্রেস আনজিপ করতে হবে। ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরের সব cut করে citweb ফোল্ডারের ভিতরে paste করতে হবে।
৪. এবার ওয়েব ব্রাউজারে http://localhost লিখে ব্রাউজ করুন। citweb ফোল্ডারটি দেখতে পাবেন । এটি click করলে installation শুরু হবে । default ভাবে English language select করা থাকে ।
wp-ins01
continue বাটন এ click করলে নিচের ছবিটির মত দেখাবে  ।
wp-ins02
lets go বাটন এ click করলে নিচের ছবির মত দেখতে পাব।
wp-ins03
এখানে database name , password, username, password, database host , table prefix এই সব information  গুলো লাগবে।
৫. database বানানোর জন্য http://localhost/phpmyadmin/ এ যেতে হবে। যেকোনো নামে একটি database create করতে হবে।
wp-ins04
এবার নিচের ছবির মতো করে ডেটাবেজ নাম, ডাটাবেজ হোস্ট (localhost), টেবিল প্রিফিক্স দিন।  ইউজার নাম root পাসওয়ার্ড অবশ্যই ফাঁকা রাখবেন। তারপর Submit ক্লিক করতে হবে । নিচের ছবি তে দেখুন
wp-ins12
Submit বাটন এ  click করার পর নিচের ছবির মত দেখতে পাব।
wp-ins07
এখানে সব information গুলো দেয়ার পর Install WordPress বাটনে click করলে Install হয়ে যাবে ।
ইনস্টল শেষ হলে সাকসেস দেখাবে এবং নিচের “Login” বাটন আসবে। Login এ ক্লিক করলে যে লগিন ফর্ম আসবে সেখানে উপরের ফর্ম পূরন করার সময় যে ইউজার নাম, পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা দিয়ে লগিন করলে ওয়ার্ডপ্রেসের এডমিন প্যানেল চলে আসবে।
ওয়ার্ডপ্রেস এডমিন প্যানেল :
wp-ins09
এটা হচ্ছে এডমিন প্যানেল, এটাই আপনার সাইটের backend. এখান থেকে সাইটের frontend তথা সাইটটি দেখতে চাইলে বাদিকে উপরে home আইকনের উপরে মাউস নিলেই “Visit Site” লিংক আসবে, এখানে ক্লিক করুন তাহলে সাইটটি দেখাবে। localhost  এ wordpress  ইন্সটলেশন পদ্ধতির এখানেই সমাপ্তি! কোনো প্রকার সমস্যা হলে মন্তব্য করে জানাবেন।

About sakeba

Check Also

ওয়েব ডিজাইন HTML Part-7(Title, Heading, P, Link, Font Tag)

HTML ট্যাগ এর ব্যাবহার : Title tag: এই  tag এর ভেতর যে ইলিমেন্ট  থাকবে তা …