ইংরেজী বাক্য লিখবার সময় যে ভুলগুলো এড়িয়ে চলবেন – Creative IT Blog
Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611
Home / পড়াশোনা / ইংরেজী বাক্য লিখবার সময় যে ভুলগুলো এড়িয়ে চলবেন

ইংরেজী বাক্য লিখবার সময় যে ভুলগুলো এড়িয়ে চলবেন

বাংলা লিখতে গিয়ে আমরা যতটা স্বাচ্ছন্দ্যবোধ করি, ইংরেজীতে কোনো কিছু লিখবার সময় আমরা ততটা বোধ করিনা। কোথাও গ্রামাটিক্যাল ভুল হচ্ছে কিনা, বানান ঠিক আছে কিনা, একটি বাক্য লিখবার সময় কতটা সহজে সেটি প্রকাশ করতে পারছি পাঠকের কাছে, এমন নানা ধরনের চিন্তা মাথায় জেঁকে বসে। যারা লেখালেখি করেন, তাদের জন্য ব্যাপারটি আরও ভীতিকর। বিশেষ করে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে ইংরেজী শিক্ষার কোনো বিকল্প নেই। একটু খেয়াল করলেই আমরা বড় ধরনের কোনো বানান ভুল থেকে রক্ষা পেতে পারি, লেখাটিও হয়ে উঠতে পারে সৌন্দর্যমণ্ডিত। আসুন, ইংরেজীতে কোনো কিছু লিখবার সময় কোন জিনিসগুলো বেশি করে নজরে রাখতে হবে, তা জেনে নেয়া যাক।
১) Subject-Verb Agreement errors
একটি বাক্য লিখবার সময় অনেকেই আমরা Subject ও সে অনুযায়ী verb কী হবে, তা সম্পর্কে গুলিয়ে ফেলি। দেখা গেল Subject রয়েছে বহুবচনে কিন্তু Verb দিচ্ছেন Singular, আবার Subject রয়েছে একবচনে কিন্তু Verb দিচ্ছেন Plural. তাই ইংরেজীতে একটি বাক্য লিখবার সময় বিশেষ খেয়াল রাখতে হবে Subject এবং Verb এর দিকে।
যেমনঃ The two best things about the party was the food and the music. এটি একটি ভুল বাক্য। খেয়াল করে দেখুন, আপনার জীবনে দুটি ভালো ব্যাপার ঘটেছে। তারমানে, একের অধিক। এখানে Verb হিসেবে যদি আপনি Was ব্যবহার করেন, তাহলে সম্পূর্ণ বাক্যটিই ভুল হবে। তাহলে সঠিক বাক্যটি দাঁড়ায়,
The two best things about the party were the food and the music.
২) Sentence Fragments
একটি বাক্য মাধুর্যমণ্ডিত করতে সেখানে দরকার জোরালো গাঁথুনি, যেখানে যেটির প্রয়োজন সেখানে সেটির অবস্থান নিশ্চিত করা। Principal Clause এবং Sub-ordinate Clause সম্পর্কে আমাদের স্পষ্ট একটি ধারণা থাকা উচিত। Principal Clause বলতে বোঝানো হয় প্রধান বাক্যাংশ যার একটি নির্দিষ্ট Subject এবং Verb থাকবে। আমাদের মাঝে অনেকেই Principal Clause এবং Sub-ordinate clause বাক্যে ঠিকভাবে বসাতে পারিনা। সেখানে ভুল হয়ে যায়, ফুলস্টপ দিয়ে আলাদা করে ফেলি। এটি খুবই বড় ধরনের একটি ভুল। যেমন
He gave his mother an extravagant gift. In spite of everything. বাক্যটির অর্থ করলে দাঁড়ায় যে এত কিছু ঘটে যাবার পরও সে তার মাকে খুব চমৎকার একটি উপহার দিলো। এখানে In Spite of everything একটি Sub-ordinate clause. ফুলস্টপ দিয়ে এটিকে আলাদা করবার কোনো প্রয়োজন নেই। তাহলে বাক্যটি একটি ভুল বাক্যে পরিণত হবে। সঠিক বাক্যটি হবে,
In spite of everything, he gave his mother an extravagant gift.
৩) Misusing The Apostrophe With “Its”
আমাদের মাঝে অনেকেই It’s এবং Its এর মাঝে পার্থক্য বুঝতে পারিনা। এই না বোঝার কারণে অনেক সময় বড় ধরনের ভুল হয়ে যায়। সম্পূর্ণ বাক্যের অর্থটিই বদলে যায়। নিচে দুটি উদাহরণের সাহায্যে বোঝানো হলো
I don’t believe it’s (it is) finally Friday. এখানে It’s বলতে বোঝানো হয়েছে It is
The machine has lost its working ability. এখানে its বলতে বোঝানো হয়েছে যে যন্ত্রটি এটির (Its) কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে বা যন্ত্রটি বিকল হয়ে পড়েছে।
৪) Use of Comma in a Compound Sentence
Compound sentence বলতে মূলত বোঝানো হয়ে থাকে যৌগিক বাক্য। ইংরেজীতে একটি যৌগিক বাক্য লিখবার সময় আমরা নানা ধরনের Conjunction ব্যবহার করি। এদের মাঝে and শব্দটিই প্রধান। তবে and দিয়ে কোনো বাক্য বা Statement যদি একসাথে জোড়া লাগাতে হয়, তাহলে সেখানে কমা ব্যবহার করতে হবে। কমাটি বসবে Statement এর শেষে এবং and এর আগে। শুধুমাত্র And দিয়ে বাক্যটি সম্পূর্ণ করা যাবে না। যেমন
The man jumped into a black sedan and he drove away before being noticed. এখানে বাক্যটি ভুল। The man jumped into a black sedan এটি একটি statement. এরপর একটি কমা ব্যবহার করতে হবে এবং এরপরে and বসাতে হবে। তাহলে সঠিক বাক্যটি দাঁড়ায়
The man jumped into a black sedan, and he drove away before being noticed.
৫) Vague Pronoun Reference
আমরা সকলেই জানি যে একটি বাক্যে noun এর পরিবর্তে pronoun বসে। তবে বাক্য লিখবার সময় খুব খেয়াল করতে হবে যে pronounটি যেন কোনো ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি না করে কিংবা পাঠকের মনে বিঘ্নতা সৃষ্টি না করে। যেমন
When Jonathan finally found his dog, he was so happy. (The dog or Jonathan?) বাক্যটি খেয়াল করে দেখুন ভালো করে। কুকুরটিকে ফিরে পাবার পর জোনাথন খুশি হয়েছে না কুকুরটি খুশি হয়েছে, সেটি কিন্তু স্পষ্ট করে বোঝা যাচ্ছেনা। তারমানে আপনার pronoun প্রকাশ করতে একটি ভজকট পাকিয়ে যাচ্ছে। এইধরনের sentence এর সমস্যা এড়াবার জন্য বাক্যটি লিখতে হবে নিম্নোক্ত উপায়ে
Jonathan was so happy when he finally found his dog.
৬) Wrong Word Usage
এটি একটি বড় ধরনের ভুল। বাক্যে কখনও ভুল শব্দ ব্যবহার করা যাবে না। আমরা অনেকেই মুখে যেটি বলি, সেটি উচ্চারণ করবার সময় মুখ যা আসে, লিখবার সময়ও ঠিক তাই লিখে দিই সে অনুযায়ী। এক্ষেত্রে মারাত্মক একটি ভুল হয়ে যায় এবং পুরো অর্থটিই বদলে যায়। যেমন
She excepted his offer to drive her home. এখানে except মানে হচ্ছে ব্যতীত। তাহলে বাক্যটি কী দাঁড়ায়? কোনো স্পষ্ট অর্থ তৈরি করে কি? এবার মনে মনে গ্রহণ করা (Accept) উচ্চারণ করুন। খেয়াল করে দেখবেন যে Except এবং Accept, এই দুটি শব্দের উচ্চারণ একই। তাই লিখবার সময় এই বিপত্তিটি ঘটেছে। সঠিক বাক্যটি হবে
She accepted his offer to drive her home.
একটি ইংরেজী বাক্য লিখবার সময় এমনই কিছু টুকিটাকি ভুল আমাদের হয়ে থাকে, যেটি অনেক ক্ষেত্রে বড় ধরনের বিড়ম্বনা সৃষ্টি করে। তাই এধরনের ভুল যেন না হয়, সেজন্য কিছু লিখবার সময় সতর্ক থাকবেন।

About ahnafratul

লেখালেখি করতে ভালোবাসি। যখন যা সামনে পাই, চোখ বুলিয়ে নেই। চারদিকে তাকাই, উপলব্ধি করার চেষ্টা করি। দুনিয়াটা খুব ছোট, তারচাইতেও অনেক ছোট আমাদের জীবন। নগদ যা পাই, হাত পেতেই নেয়া উচিত। তাই না?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *