জেনে নিন বিশ্বের বিভিন্ন দেশের স্বাধীনতা প্রাপ্তির সময়কাল – Creative IT Blog
Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611
Home / ফিকশন / জেনে নিন বিশ্বের বিভিন্ন দেশের স্বাধীনতা প্রাপ্তির সময়কাল

জেনে নিন বিশ্বের বিভিন্ন দেশের স্বাধীনতা প্রাপ্তির সময়কাল

স্বাধীনতা মানে একটি দেশের মুক্তি। পরাধীনতার নাগপাশ থেকে স্বাধীনতার স্বাদ পেয়েছে যেসব দেশের নাগরিক, তাদের জন্য অনেক অনেক অভিনন্দন। ১৯৭১ সালের ২৬শে মার্চ পশ্চিম পাকিস্তানের শাসন শোষন ও বঞ্চনার প্রতিবাদে মাথা তুলে দাঁড়িয়েছিল বাঙালি জাতি, করেছিল স্বাধীনতার আহ্বান। যার ফলশ্রুতিতে দীর্ঘ নয় মাস টানা রক্তক্ষয়ী এক যুদ্ধের পর পেয়েছি এই বাংলাদেশ। শুধু বাংলাদেশই নয়, পৃথিবীর আরও নানা দেশ তাদের স্বাধীনতা লাভ করেছে বিভিন্ন সময়ে, বিভিন্ন শাসকগোষ্ঠীর কাছ থেকে। প্রিয়লেখার পাতায় আজ আপনাদের এমনই কিছু দেশের স্বাধীনতালাভের সন ও কোন দেশের নিকট থেকে স্বাধীনতা লাভ করেছে, তা দেয়া হলো। আশা করি কাজে লাগবে।

আলজেরিয়া- ১৯৬২ সালের ৫ই জুলাই ফ্রান্সের নিকট হতে স্বাধীনতা লাভ করে।

অ্যান্ডোরা- ১৯৯৩ সালের ১৪ই মার্চ ফ্রান্স ও স্পেনের নিকট হতে স্বাধীনতা লাভ করে।

অ্যাঙ্গোলা- ১৯৭৫ সালের ১১ই নভেম্বর পর্তুগালের নিকট হতে স্বাধীনতা লাভ করে।

আর্জেন্টিনা- ১৮১৬ সালের ৯ জুলাই স্পেনের নিকট হতে স্বাধীনতা লাভ করে।

আজারবাইজান- ১৯৯১ সালের ১৮ই অক্টোবর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নিকট হতে স্বাধীনতা লাভ করে।

বাহামা- ১৯৭৩ সালের ১০ জুলাই যুক্তরাজ্যের নিকট হতে স্বাধীনতা লাভ করে।

বাহরাইন- ১৯৭১ সালের ১৫ আগস্ট যুক্তরাজ্যের নিকট হতে স্বাধীনতা লাভ করে।

বলিভিয়া- ১৮২৫ সালের ৬ আগস্ট স্পেনের নিকট হতে স্বাধীনতা লাভ করে।

ব্রুনাই- ১৯৮৪ সালের ১লা জানুয়ারি যুক্তরাজ্যের নিকট হতে স্বাধীনতা লাভ করে।

ইয়েমেন- ১৯৬৭ সালের ৩০ নভেম্বর যুক্তরাজ্যের নিকট হতে স্বাধীনতা লাভ করে।

ভিয়েতনাম- ১৯৪৫ সালের ২রা সেপ্টেম্বর ফ্রান্সের নিকট হতে স্বাধীনতা লাভ করে।

ভেনেজুয়েলা- ১৯৪৫ সালের ৫ জুলাই স্পেনের নিকট হতে স্বাধীনতা লাভ করে।

উজবেকিস্তান- ১৯৯১ সালের ১লা সেপ্টেম্বর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নিকট হতে স্বাধীনতা লাভ করে।

শ্রীলংকা- ১৯৪৮ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের নিকট হতে স্বাধীনতা লাভ করে।

সিয়েরা লিওন- ১৯৬১ সালের ২৭ এপ্রিল যুক্তরাজ্যের নিকট হতে স্বাধীনতা লাভ করে।

রুয়ান্ডা- ১৯৬২ সালের ১লা জুলাই বেলজিয়ামের নিকট হতে স্বাধীনতা লাভ করে।

কাতার- ১৯৭১ সালের ৩ সেপ্টেম্বর যুক্তরাজ্যের নিকট হতে স্বাধীনতা লাভ করে।

ফিলিপাইন- ১৮৯৮ সালের ১২ জুন স্পেনের নিকট হতে স্বাধীনতা লাভ করে।

ভারত ও পাকিস্তান ১৯৪৭ সালে যুক্তরাজ্যের নিকট থেকে যথাক্রমে ১৫ আগস্ট ও ১৪ আগস্ট স্বাধীনতা লাভ করে।

(তথ্যসূত্রঃ ইন্টারনেট)

About ahnafratul

লেখালেখি করতে ভালোবাসি। যখন যা সামনে পাই, চোখ বুলিয়ে নেই। চারদিকে তাকাই, উপলব্ধি করার চেষ্টা করি। দুনিয়াটা খুব ছোট, তারচাইতেও অনেক ছোট আমাদের জীবন। নগদ যা পাই, হাত পেতেই নেয়া উচিত। তাই না?

Check Also

নোবেল বিজয়ীদের মজার ঘটনা!

নোবেল পুরস্কার! সারা বিশ্বের সর্বোচ্চ সম্মানের একটি পুরস্কার। এটি শুধুমাত্র পুরস্কারই নয়, বরং এই পুরস্কার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *