ভ্যালেন্টাইনস ডে সম্পর্কিত মজার কিছু তথ্য যা আপনি জানেন না – Creative IT Blog
Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611
Home / অন্যান্য / ভ্যালেন্টাইনস ডে সম্পর্কিত মজার কিছু তথ্য যা আপনি জানেন না

ভ্যালেন্টাইনস ডে সম্পর্কিত মজার কিছু তথ্য যা আপনি জানেন না

ভ্যালেন্টাইনস ডে

আসছে ১৪ ফেব্রুয়ারি, প্রেমিক-প্রেমিকাদের বহু আকাঙ্ক্ষিত দিবস ‘ভালোবাসা দিবস’ বা  ভ্যালেন্টাইনস ডে । প্রতি বছরই অনেক উৎসাহের সাথে নিজের প্রিয়জনের সাথে দিনটি কাটিয়ে থাকেন যুগলেরা। ভালোবাসা দিবসকে সামনে রেখে তাই আপনাদের জন্য আজ থাকছে ভালোবাসা দিবস সম্পর্কিত কিছু মজার তথ্য।

  • ভ্যালেন্টাইনস ডে এর প্রচলন সম্পর্কিত সবচেয়ে প্রচলিত গল্পটি হচ্ছে, রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস যুদ্ধের সময় সকল রোমান পুরুষদের বিবাহের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। কিন্তু সম্রাটের আদেশ লঙ্ঘন করে বিশপ ভ্যালেন্টাইন গোপনে বিবাহকার্য সম্পন্ন করেন। সম্রাটের নির্দেশ অমান্য করার অপরাধে ভ্যালেন্টাইনকে কারাদণ্ড দেয়া হয়। জেলে থাকা অবস্থায়ই ভ্যালেন্টাইন জেলারের মেয়েকে একটি চিঠি লিখে পাঠান, যাতে নিচে লেখা ছিল ‘তোমার ভ্যালেন্টাইন’। এরপর থেকে বিশপ ভ্যালেন্টাইনের স্মরণে ভ্যালেন্টাইন ডে পালন করা শুরু হয়।
  • ১৫৩৭ সালে ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরি আনুষ্ঠানিকভাবে ১৪ ফেব্রুয়ারি দিনটিকে ছুটির দিন হিসেবে ঘোষণা করেন।
  • পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ৩% মানুষ তাদের পোষা প্রাণীকে এই দিনে কিছু না কিছু উপহার দিয়ে থাকেন।
  • প্রতি বছর ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে প্রায় ১ বিলিয়ন কার্ড আদান প্রদান করা হয়, যা কিনা পুরো বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
  • কে বলেছে ভালোবাসা দিবসে শুধু যুগলেরাই উপভোগ করে থাকেন? যারা এখনো সিঙ্গেল তাদের জন্যেও আছে বিশেষ ব্যবস্থা। এই ১৪ ফেব্রুয়ারি তারিখেই পালিত হয় সিঙ্গেলস অ্যাওয়েরনেস ডে, যা কিনা সিঙ্গেল মানুষদের জন্যই!

ভ্যালেন্টাইনস ডে উপহার

  • ভালোবাসা দিবসে কাছের বন্ধুদের যুগল হয়ে ঘুরতে দেখে ঈর্ষান্বিত? তাহলে আপনি বরং ফিনল্যান্ড চলে যান। ফিনল্যান্ডে ১৪ ফেব্রুয়ারি তারিখটি ভালোবাসা দিবস না, বরং বন্ধু দিবস হিসেবে পালন করা হয়। দিনটিতে ভালবাসার মানুষের চেয়ে বন্ধুদের নিয়ে মেতে থাকতেই বেশি পছন্দ করে ফিনিশরা।
  • আজকে যেই ক্যাডবেরি চকোলেটের জন্য সবাই এত পাগল, সেই ক্যাডবেরির জন্ম কিন্তু ভ্যালেন্টাইনস ডে কে কেন্দ্র করেই। ১৮০০ সালের শেষ দিকে এই দিনটি উদযাপনের উপলক্ষ্যে রিচার্ড ক্যাডবেরি নামক ভদ্রলোক প্রথম এক বাক্স ক্যাডবেরি চকোলেট তৈরি করেন।

ভ্যালেন্টাইনস ডে উপহার

  • কেবল এই এক দিনেই বিশ্বজুড়ে ৩৫ মিলিয়নেরও বেশি হার্ট আকৃতির চকোলেট বক্স বিক্রি হয়।
  • ভালোবাসা দিবসে প্রিয়জনকে ফুল দেয়া একটা কমন বিষয়। কিন্তু এই ফুল দেয়ার ব্যাপারে পুরুষদের চেয়ে মেয়েরা অনেকটাই পিছিয়ে। পরিসংখ্যান বলছে, ভালোবাসা দিবসে ফুল কেনা লোকেদের মধ্যে ৭৩% পুরুষ, আর মাত্র ২৭% মহিলা!
  • তবে ফুল দেয়ার ক্ষেত্রে পিছিয়ে থাকলেও উপহার দেয়ার বেলায় কিন্তু মোটেও পিছিয়ে নেই মেয়ারা। গবেষণা বলছে, এই দিনে ফুল বাদে যত উপহার আদান প্রদান হয়, তার ৮৫% এর ক্রেতাই হল নারী।
  • কিন্তু যাদের ফুল দেয়ার বা পাওয়ার কোন মানুষ নেই তারা কি করবেন? তারা আদর্শ মানতে পারেন যুক্তরাষ্ট্রের কিছু মহিলাদের। যুক্তরাষ্ট্রের ১৫% মহিলা ভালোবাসা দিবসে নিজেই নিজেকে ফুল উপহার দিয়ে থাকেন।
  • কেবল এই এক দিনেই প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের চকলেট বিক্রি হয় সারা বিশ্বজুড়ে।

ভ্যালেন্টাইনস ডে উপহার

  • ভালোবাসা দিবসে কেন একজন আরেকজনকে লাল ফুলই উপহার দিয়ে থাকেন? কারণ হচ্ছে, লাল গোলাপ ছিল রোমান দেবী ভেনাসের সবচেয়ে প্রিয় ফুল। আর মিথলোজি অনুযায়ী, ভেনাস হল প্রেমের দেবী। তাই এই দিনে ভালবাসার বহিঃপ্রকাশ হিসেবে একজন আরেকজনকে লাল ফুল উপহার দিয়ে থাকেন। এছাড়া লাল রংকে শক্তিশালী রোমান্টিক অনুভূতির প্রতীক হিসেবেও ধরা হয়।
  • কেবল যুক্তরাষ্ট্রেই ১৪ ফেব্রুয়ারির দিন প্রায় ১৮৯ মিলিয়ন লাল গোলাপ বিক্রি হয়ে থাকে!
  • প্রতি বছর ভ্যালেন্টাইনস ডে  তে গড়ে ২ লাখ ২০ হাজারটি বিয়ের প্রস্তাব পেয়ে থাকেন তরুণ তরুণীরা!
  • ইতালির শহর ভেরোনার নাম শুনেছেন নিশ্চয়ই? প্রতি বছর ভালোবাসা দিবসে এই ভেরোনা শহরে শেক্সপীয়ারের অমর সৃষ্টি জুলিয়েটকে উদ্দেশ্য করে প্রায় ১ হাজার চিঠি আসে! ভেরোনা শহরেই কেন? রোমিও আর জুলিয়েট, দুজনের জন্মস্থানই যে এই ভেরোনা!

 

About Sanjoy Basak Partha

Check Also

২৪ বছর পর হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পেলেন বাবা-মা!

কি বলবেন একে, অবিশ্বাস্য? রূপকথার গল্প? লেখাটা পড়ার পর তা আপনি বলতেই পারেন। এ যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *