ভাল জীবনবৃত্তান্ত ( সিভি ) লিখবেন কীভাবে? – Creative IT Blog
Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611
Home / টিপস / ভাল জীবনবৃত্তান্ত ( সিভি ) লিখবেন কীভাবে?

ভাল জীবনবৃত্তান্ত ( সিভি ) লিখবেন কীভাবে?

অনার্স মাস্টার্স শেষ করেছেন, এখন নিশ্চিতভাবেই ঝাঁপাতে হবে চাকরির ময়দানে। আর চাকরির বাজারে নামার আগে প্রথম পূর্বশর্ত হল একটি ভালো ও মানসম্মত জীবনবৃত্তান্ত তৈরি করা, সহজ কথায় যেটিকে আমরা বলি সিভি। সিভি হল চাকুরিদাতার কাছে একজন চাকরিপ্রার্থী হিসেবে নিজেকে প্রাথমিকভাবে উপস্থাপনের মাধ্যম। আপনার সিভি পছন্দ না হলে আপনি ইন্টারভিউ বোর্ড পর্যন্ত যাওয়ারই সুযোগ পাবেন না। ভালো চাকরি পেতে হলে তাই একটি ভালো সিভির বিকল্প নেই কোন। সিভির কোন আদর্শ ফরম্যাট নেই, তাও যথাসম্ভব আকর্ষণীয়ভাবে সিভিকে সাজানোই শ্রেয়। আজকে আপনাদের সামনে উপস্থাপন করব ভালো একটি সিভি লেখার কিছু কৌশল।

সিভি ‘র দৈর্ঘ্য কতটুকু হবে

সাধারণত সিভি খুব বেশি বড় না করার পরামর্শ দেয়া হয়। একদম নতুন চাকুরিপ্রার্থী থেকে শুরু করে ৮ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে দুই পাতার সিভিই যথেষ্ট। আর এর চেয়ে বেশি অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের সিভি বড়জোর ৩ পাতা পর্যন্ত যেতে পারে। দুই পাতার সিভিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশগুলো প্রথম পাতায় রাখবেন অবশ্যই।

একটি সিভি ‘র বিভিন্ন অংশ

আপনার সিভিতে বেশ কয়েকটি অংশ থাকবে। অংশগুলো একে একে আপনার জন্য তুলে ধরা হল।

শিরোনাম

সিভির শুরুতেই থাকবে আপনার পুরো নাম। কোনভাবেই নামের বানান ভুল করা যাবে না। শুধু অফিশিয়াল নাম লিখবেন, ডাক নাম লিখবেন না। বোল্ড করে দিতে পারেন, ফন্ট সাইজটাও একটু বড় করে দিন। নামের পর দিন পূর্ণ ও নির্ভুল ঠিকানা। স্থায়ী ঠিকানার চেয়ে এখানে বর্তমান ঠিকানা বেশি জরুরী, যেন আপনার ঠিকানায় চিঠি দিলে সেই চিঠি আপনি তৎক্ষণাৎ হাতে পান। এছাড়া মোবাইল নম্বর ও সক্রিয় ইমেইল অ্যাড্রেস ও দিন।

সিভি

ক্যারিয়ার গোল

সদ্য পাশ করা ফ্রেশারদের জন্য এই অংশটি আসলেই খুব গুরুত্বপূর্ণ। সাধারণত চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার পূর্ব অভিজ্ঞতা জানতে চাওয়া হয়। কিন্তু ফ্রেশারদের ক্ষেত্রে অভিজ্ঞতার ঘরটা ফাঁকাই থাকে। ফ্রেশারদের ক্ষেত্রে তাই যে জিনিসটি গুরুত্ব সহকারে দেখা হয় তা হল তার ক্যারিয়ার গোল বা লক্ষ্য। আপনি নিজের ক্যারিয়ারকে কিভাবে, কতটা গোছানোভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান, কিভাবে কোম্পানির সাথে সাথে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান, আপনার নিজের যোগ্যতা ও সামর্থ্যের উপর আস্থা ও আত্মবিশ্বাস- এসবই যথেষ্ট আপনার প্রতি চাকুরিদাতাকে আকৃষ্ট করতে।

পূর্ব অভিজ্ঞতা

আগে থেকেই যারা কর্মক্ষেত্রে আছেন, তাদের জন্য শিক্ষাগত যোগ্যতার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ পূর্ব অভিজ্ঞতা। আগের প্রতিষ্ঠানের নাম, সেখানে আপনার পদবী, সেখানে কি দায়িত্ব পালন করতেন, সেখানে আপনার উল্লেখযোগ্য কি সাফল্য রয়েছে, এগুলো হাইলাইট করুন।

আরেকটি বিষয় লক্ষণীয়, আপনার যদি একাধিক জায়গায় আগে কাজ করার অভিজ্ঞতা থাকে, তাহলে সর্বশেষ যেখানে কাজ করেছেন সেটি সবার আগে দিন। এভাবে যেতে যেতে সবার প্রথমে যেখানে কাজ করেছেন সেটিকে সবার শেষ উল্লেখ করুন।

শিক্ষাগত যোগ্যতা

আপনার পাশকৃত পরীক্ষাগুলোর নাম, ফলাফল, পাশের সন, বিশ্ববিদ্যালয়/বোর্ড সহ একে একে দিন। এখানেও সাম্প্রতিক ডিগ্রিটির নাম আগে উল্লেখ করবেন। যেমন ধরা যাক, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি পাশ করে বেড়িয়েছেন। সেক্ষেত্রে আপনার সিভিতে শুরুতে থাকবে মাস্টার্সের ফলাফল, বিশ্ববিদ্যালয়, পাশ করার সন। এভাবে পর্যায়ক্রমে অনার্স, এইচএসসি, এসএসসি এগুলোর ফলাফল আসবে।

সিভি

অতিরিক্ত তথ্য

এই অংশে আপনি আপনার অতিরিক্ত যোগ্যতাবলি, যেগুলোকে আমরা কো-কারিকুলার অ্যাক্টিভিটিস বলে থাকি, সেগুলো উল্লেখ করুন। এখানে মূলত আপনার নানাবিধ যোগ্যতাগুলোর উপর ফোকাস করুন। আপনার ভাষাগত দক্ষতা, কম্পিউটারের জ্ঞানের উপর দক্ষতা এগুলো হাইলাইট করুন। স্কুল লাইফে স্কাউট কিংবা বিশ্ববিদ্যালয় জীবনে বিএনসিসি’র মত প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকলে সেগুলো অবশ্যই উল্লেখ করুন। এগুলো আপনার নেতৃত্বগুণ সম্পর্কে ধারণা দেবে চাকুরিদাতাকে। যোগ্যতার স্বীকৃতিস্বরূপ কোন পদক বা সম্মাননা পেয়ে থাকলে সেগুলোও উল্লেখ করতে ভুলবেন না যেন। ইংরেজি ছাড়া অন্য কোন বিদেশী ভাষার উপর দখল থাকলে সেটাও উল্লেখ করুন, আপনার ইম্প্রেশন ভালো হবে। স্কুল কলেজে ডিবেটে অংশগ্রহণ করে থাকলে সেটা উল্লেখ করুন, এতে করে আপনার পাবলিক স্পিকিংয়ের দক্ষতা সম্পর্কে চাকুরিদাতা অবহিত হবেন।

ব্যক্তিগত তথ্যাদি

এই অংশে সাধারণত পিতা-মাতার নাম, জাতীয়তা, ধর্ম, বৈবাহিক অবস্থা, স্থায়ী ঠিকানা এই জিনিসগুলো আসে। আধুনিক কালের সিভিতে এই অংশটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবুও ফরমালিটি হিসেবে এসব তথ্য দিয়ে দিন।

রেফারেন্স

সিভির একদম শেষ অংশ এই রেফারেন্স। এখানে আপনার কোন নিকট আত্মীয়দের নাম উল্লেখ না করাই ভাল। আপনার পূর্বের কর্মক্ষেত্রে আপনাকে কাছ থেকে দেখেছে, কিংবা আপনার শিক্ষাক্ষেত্রে আপনাকে কাছ থেকে দেখেছে, এমন কাউকে রেফারেন্স হিসেবে রাখুন। যাদেরকে রেফারেন্স হিসেবে ব্যবহার করছেন তাদের ঠিকানা এবং ফোন নম্বর দিন। যাদেরকে রেফারেন্স হিসেবে ব্যবহার করছেন, তাদের আগে থেকে অবশ্যই অবহিত করবেন যে আপনি রেফারেন্স হিসেবে তাদের ব্যবহার করছেন। রেফারেন্স হিসেবে দুই থেকে তিনজনের নাম ব্যবহার করাই যথেষ্ট।

সিভি

সিভি বিষয়ক বিশেষ কিছু টিপস

  • একেকজনের সিভি লেখার স্টাইল একেকরকম। আপনার সিভি লেখার অভিজ্ঞতা না থাকলে অন্যজনেরটা দেখে ধারণা নিতে পারেন, কিন্তু নকল করবেন না কখনোই। আপনার নিজের মত করে সিভি তৈরি করুন। এছাড়া প্রফেশনাল সিভি মেকার হিসেবেও কাজ করেন অনেকে, প্রয়োজনে তাদের সাহায্য নিতে পারেন।
  • সিভিতে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ তথ্য যথাসম্ভব পরিহার করে যান। সংক্ষিপ্ত ও সুস্পষ্টভাবে মূল জিনিসগুলো আকর্ষণীয়ভাবে উপস্থাপন করুন। এত এত সিভির মাঝে আপনার সিভির পেছনে ১ মিনিট সময় ব্যয় করারও সময় নাও হতে পারে চাকুরিদাতার। তাই স্বল্প পরিসরে নিজেকে ফুটিয়ে তুলুন সিভির মধ্যে।
  • ফন্ট হিসেবে পরিচিতক কোন ফন্ট ব্যবহার করুন। টাইমস নিউ রোমান, ক্যালিব্রি এগুলো ব্যবহার করতে পারেন। সাইজ ১৪ এর বেশি রাখবেন না। দুই লাইনের মাঝে যথেষ্ট পরিমাণ স্পেস বজায় রাখুন।
  • সিভিতে বানানের দিকে বেশি নজর দিন। বানান ভুল আপনার শিক্ষাগত যোগ্যতা, মনোযোগ ও সিরিয়াসনেস নিয়ে চাকুরিদাতার মনে প্রশ্ন তুলে দিতে পারে। তাই বানানের প্রতি সতর্ক থাকুন।
  • যেই কাজের জন্য আবেদন করবেন, সেই কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ সিভি তৈরি করুন। সব কাজের জন্য কিন্তু একই সিভি গ্রহণযোগ্য না। কোন মিডিয়া হাউজে চাকরির জন্য যেই সিভি দেবেন, কোন মাল্টিন্যাশনাল কোম্পানির জন্য নিশ্চয়ই একই সিভি দেবেন না!
  • সিভিতে সর্বদা সঠিক তথ্য দেবেন। কোন ভুল, মিথ্যা কিংবা অতিরঞ্জিত তথ্য দেয়া থেকে বিরত থাকুন।

About Sanjoy Basak Partha

Check Also

মোবাইল সম্পর্কে প্রচলিত কিছু ভুল ধারণা

যত দিন যাচ্ছে প্রতি মুহূর্তের সঙ্গী হয়ে উঠছে স্মার্টফোন। দৈনন্দিন জীবনে অপরিহার্য হয়ে উঠছে এই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *