ইতিহাসের সফল ব্যক্তিদের বিখ্যাত কিছু টিপস – Creative IT Blog
Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611
Home / অন্যান্য / ইতিহাসের সফল ব্যক্তিদের বিখ্যাত কিছু টিপস

ইতিহাসের সফল ব্যক্তিদের বিখ্যাত কিছু টিপস

অনেক সময় জীবনে আমরা হতাশ হয়ে পড়ি। মানে খুঁজে পাই না, অর্থ খুঁজে পাই না। সবকিছুকেই অসহ্য লাগে। খারাপ ব্যবহার, খারাপ চিন্তা সবকিছু মাথায় ঘুরপাক খেতে থাকে। চাইলেই কিন্তু চারপাশ থেকে নানা ধরণের শিক্ষা নিয়ে আমরা নিজেদের জীবনকে উন্নত করে তুলতে পারি। একটি ভালো বই, ভালো মানুষের সাহচর্য, দুটি ভালো কথা আমাদের জীবনকে আমূল বদলে দিতে পারে। আসুন, প্রিয়লেখার পাতায় আজ আমরা বিখ্যাত কিছু মানুষের সেরা উক্তি নিয়ে কিছু কথা পড়ি। কে জানে হয়তো আমাদের জীবনে ঠিক এই মুহুর্তে নানা সমস্যা ঝঞ্ঝা বইছে। এই ক’টি কথাই হয়তো বদলে দিতে পারে আগামীর আমাকে, আপনাকে।

১) কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই সাহসের প্রমাণ পাওয়া যায়- আর্নেস্ট হেমিংওয়ে।

২) যদি আপনি ভালো কিছু পাবার আশায় ঝুঁকি না নেন, তাহলে সারাজীবন সাধারণ কিছু নিয়েই কাটিয়ে দিতে হবে- জিম রন।

৩) অতীত থেকে শিক্ষা নাও, আজকের জন্য বাঁচো, কালকের জন্য মনে আশা রাখো। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, প্রশ্ন করা কখনো থামানো যাবে না- স্যার আলবার্ট আইনস্টাইন।

৪) যে কোন একটা উপায় নাও। এই উপায়টিকেই নিজের জীবন বানিয়ে ফেলো- চিন্তায়, স্বপ্নে, শুধুমাত্র এই উপায়টিকে নিয়েই বাঁচো। মন -মনন, মস্তিষ্ক, শরীরের পেশী, স্নায়ু, শরীরের সর্বক্ষেত্রে শুধুমাত্র ঐ উপায়টিরই বিচরণ ঘটাও। অন্যান্য সব কিছু বাদ দিয়ে এই একটি উপায় নিয়েই থাকো। এভাবেই জীবনে সফল হতে পারবে- স্বামী বিবেকানন্দ।

৫) মাঝে মাঝে মানুষ নিজেকে দেখতে পায় না। তখন অন্যের চোখ দিয়ে নিজেকে খুঁজে নিতে হয়- এলেন ডিজেনারিস।

৬) সকল স্বপ্নই পূরণ করতে পারব যদি সেগুলো পূরণ করার সাহস আমাদের মাঝে থাকে- ওয়াল্ট ডিজনী ।

৭) কতোটা আস্তে তুমি যাচ্ছো সেটা ব্যাপার না। তুমি থেমে যাচ্ছো নাকি, সেটাই ব্যাপার- কনফুসিয়াস।

৮) বহুবছর আগে বৃক্ষ রোপন করবার কারণেই আজ কেউ তার ছায়া পাচ্ছে- ওয়ারেন বাফেট ।

৯) কেঁদো না, কারণ ঘটনাটা শেষ হয়ে গিয়েছে। হাসো, কারণ ঘটনাটা অবশেষে ঘটে গিয়েছে- ডক্টর সিউস।

১০) তুমি কেবল একবারই বাঁচবে। তবে যদি সঠিক কাজটা করো, তাহলে ঐ একবারই যথেষ্ট- মে ওয়েস্ট ।

১১) সুযোগ কখনো আসে না। সেগুলোকে তৈরি করতে হয়- ক্রিস গ্রোসার।

১২) বিশাল বড় সাফল্যের চাইতে চমৎকার প্রতিশোধ আর কিছুতে নেই- ফ্র্যাঙ্ক সিনাত্রা।

১৩) আমি অকৃতকার্য হইনি। কেবল ১০,০০০ উপায় সম্পর্কে জেনেছি যেগুলো কাজ করে না- টমাস আলভা এডিসন ।

১৪) যদি তোমাকে নরকতুল্য কষ্টও সহ্য করতে হয়, এগিয়ে চলো- উইনস্টন চার্চিল ।

১৫) পাগলামী ও মেধাবীর মাঝে দূরত্বের পাল্লাটা মাপতে পারে কেবল সাফল্য- ব্রুস ফেয়ারস্টেইন ।

১৬) যদি সহজভাবে বোঝাতে না পারো, তাহলে বিষয়টা ভালোভাবে বুঝতেই পারো নি- স্যার আলবার্ট আইনইস্টাইন ।

১৭) তুমি সবাইকে খুশী করতে পারবে না এবং সবাই যেন তোমাকে পছন্দ করে, এরকমটাও করতে পারবে না- কেটি কুরিচ ।

১৮) আমি মনে করি প্রতিটা মানুষেরই নির্দিষ্ট সংখ্যকবার হৃদযন্ত্র ধুকপুক করে। আমারটা আমি একটুও নষ্ট করতে চাই না- নীল আর্মস্ট্রং।

১৯) তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো দিন হচ্ছেঃ যেদিন তুমি জন্মেছো এবং যেদিন বুঝতে পেরেছো যে তোমার জীবনের উদ্দেশ্য কী- মার্ক টোয়েন ।

২০) সূর্যালোকের দিকে মুখ করে থাকো, তাহলে অন্ধকার কখনো তোমাকে স্পর্শ করতে পারবে না- হেলেন কেলার।

(সূত্রঃ ইন্টারনেট)

About ahnafratul

লেখালেখি করতে ভালোবাসি। যখন যা সামনে পাই, চোখ বুলিয়ে নেই। চারদিকে তাকাই, উপলব্ধি করার চেষ্টা করি। দুনিয়াটা খুব ছোট, তারচাইতেও অনেক ছোট আমাদের জীবন। নগদ যা পাই, হাত পেতেই নেয়া উচিত। তাই না?

Check Also

২৪ বছর পর হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পেলেন বাবা-মা!

কি বলবেন একে, অবিশ্বাস্য? রূপকথার গল্প? লেখাটা পড়ার পর তা আপনি বলতেই পারেন। এ যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *