সরকারী ভাবে স্বীকৃত আন্তর্জাতিক মানের সনদ দিচ্ছে ক্রিয়েটিভ আইটি – Creative IT Blog
Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611

Notice: Trying to access array offset on value of type bool in /home1/cjsmpham/_addon/priyolekha.com/wp-content/plugins/taqyeem/taqyeem.php on line 611
Home / অন্যান্য / সরকারী ভাবে স্বীকৃত আন্তর্জাতিক মানের সনদ দিচ্ছে ক্রিয়েটিভ আইটি

সরকারী ভাবে স্বীকৃত আন্তর্জাতিক মানের সনদ দিচ্ছে ক্রিয়েটিভ আইটি

চাইলেই পেতে পারেন আন্তর্জাতিক মানের সনদ   গ্রাফিক ডিজাইন ও ওয়েব ডিজাইন এ । নিজের দক্ষতাকে দিন আন্তর্জাতিক স্বীকৃতি, আজই অংশ নিন CBT Assessment এ –এবং অর্জন করুন সরকারি সনদ ।

আন্তর্জাতিক মানের সনদ দিচ্ছে ক্রিয়েটিভ আইটি 

আচ্ছা একটু ভাবুন তো? আপনি  খুঁজছেন ক্যারিয়ারে সাফল্য, চাচ্ছেন সামাজিক স্বীকৃতি, তবে আপনার পরিচিতি অল্প কিছু মানুষের মাঝে সীমিত। আপনার  ক্যারিয়ার যদি এমন হয় যেখানে পাবেন সরকারী স্বীকৃতি এবং তা যদি একই সাথে হয় আন্তর্জাতিক অঙ্গনে যোগ্যতার স্মারক,তাহলে কি নিজেকে ভাগ্যবান বলে মনে হবে না ! পাবেন না আরো বড় জায়গা থেকে কাজ করার সুযোগ  !

আপনাদের জন্য ঠিক সেই সুযোগটিই নিয়ে এসেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের যৌথ উদ্যেগে আয়োজিত CBT & A or Competency Based Training & Assessment যেখানে স্কীল বেসড এসেসমেন্ট /পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হলে আপনি পাবেন আন্তর্জাতিক ভাবে স্বীকৃত সনদ।

কারা আবেদন করতে পারবেঃ

  • গ্রাফিক ডিজাইন অথবা ওয়েব ডিজাইনের কাজ জানেন এমন যে কেউ ।
  • নিজ প্রচেষ্টায় কাজ শিখেছেন কিন্তু সনদ প্রাপ্ত নন ।
  • যারা আত্মকর্মসংস্থানে প্রচেষ্টারত ।

কি কি বিষয়ে ধারনা থাকতে হবে  (গ্রাফিক ডিজাইন)

  • এম এস ওয়ার্ড, এক্সেল,পাওয়ার পয়েন্ট এর প্রাথমিক ধারনা
  • কম্পিউটার অপারেট সম্পর্কে ভালো ধারনা
    • কিভাবে পিসি/ল্যাপটপ চালু করবেন ?
    • কীবোর্ড, মাউস, মনিটর কিভাবে অপারেট করবেন ?
    • কোন প্রোগ্রাম কিভাবে পিসিতে চালাবেন ?
    • কিভাবে কম্পিউটারে একই সাথে অনেক কাজ করবেন ?
    • ইংরেজীতে সাধারন জ্ঞান

গ্রাফিক ডিজাইন সম্পর্কে ধারনা

  • ফটোশপে ছবি সাজানো বা আলাদা করা
  • ইলাস্ট্রেটর  সফটওয়্যার ব্যবহার করে ডিজাইন করা
  • গ্রাফিক ডিজাইনে ক্যারিয়ারের সুযোগ ও অগ্রগতি সম্পর্কে ধারনা

কি কি বিষয়ে ধারনা থাকতে হবে (ওয়েব ডিজাইন)

  • এম এস ওয়ার্ড, এক্সেল,পাওয়ার পয়েন্ট এর প্রাথমিক ধারনা
  • প্রাথমিক জ্ঞান
    • কিভাবে পিসি/ল্যাপটপ চালু করবেন?
    • কীবোর্ড, মাউস, মনিটর কিভাবে অপারেট করবেন?
    • কোন অ্যাপ্লিকেশন কিভাবে পিসিতে চালাবেন?
    • কিভাবে কম্পিউটারে একই সাথে অনেক কাজ করবেন?
    • ইংরেজীতে সাধারন জ্ঞান

ওয়েব ডিজাইন সম্পর্কে ধারনা

  • এইচ টি এম এল এর সিনট্যাক্স
  • সি এস এস সিনট্যাক্স ও প্রোপার্টি
  • এইচ টি এম এল-সি এস এস বেসড লে-আউট ডিজাইন
  • পরিচ্ছন্ন কাঠামোগত কোডিং (স্ট্রাকচারড কোডিং)
  • ওয়েব ব্রাউজিং,ওয়েব সার্চ, ই-মেইল সম্পর্কে ভালো ধারনা
  • গ্রাফিক ডিজাইনে ক্যারিয়ারের সুযোগ ও অগ্রগতি সম্পর্কে ধারনা

কি হবে এই সার্টিফিকেট দিয়ে?

  • আপনি আপনার দক্ষতার একটি সরকারি স্বীকৃতি পাচ্ছেন,যা আপনাকে চাকুরীর বাজারে এনে দিবে বাড়তি সুযোগ।
  • সফল ভাবে অ্যাসেসমেন্ট শেষ করতে পারলে আপনি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে Assessor হিসেবে কাজ করতে পারছেন,যা আপনাকে অর্থের পাশাপাশি এনে দিবে সম্মান।
  • সরকারি বিভিন্ন ট্রেনিং এ ট্রেইনি/ট্রেইনার হিসেবে অগ্রাধিকার পাবেন
  • গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাথে জাপান সরকারের কথা চলছে সেখানে প্রায় ৩০০০০ আইটিতে অভিজ্ঞ কর্মী আবশ্যক। যা বাংলাদেশ সরকার পাঠাতে আগ্রহী যেখানে সরকারী সনদ প্রাপ্তরা পাবেন অগ্রাধীকার।
  • তাই, যদি আপনার থাকে সরকারী সনদ তবে আপনি পাচ্ছেন বিশেষ সুবিধা।

ক্রিয়েটিভ আইটি দিচ্ছে আপনাদের বিশেষ সুযোগঃ

আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে  ন্যাশনাল ট্রেনিং অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (NTVQF) এর আওতায়  CBT & A  এর অ্যাক্রিডিটেসন পাবেন ক্রিয়েটিভ আইটি  ইনসস্টিটিউট এর মাধ্যমে । আপনি যে ইন্সটিটিউট এই কোর্স করুন না কেন আপনারা BTEB নির্ধারিত ফী এর বিনিময়ে আমাদের প্রতিষ্ঠান থেকে এই অ্যাসেসমেন্ট টেস্টে অংশগ্রহন করতে পারবেন। এই পরীক্ষায় ভালো করতে যাবতীয় সাপোর্ট আপনি ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট থেকে পাবেন। প্রয়োজনে আপনি চাইলে নির্ধারিত ফীর বিনিময়ে আমাদের ডেমো ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহন করতে পারবেন

পরীক্ষায় অংশগ্রহণের আনুষঙ্গিক খরচঃ

  • সরকারী রেজিস্ট্রেশন ফী ২৫০০/= টাকা
  • ডেমো ক্লাস ও এক্সাম ফী    ৫০০/= টাকা (ঐচ্ছিক)  

 

অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারেন ঃ

তবে আর দেরী কেন? ক্যারিয়ার কে করে নিন আন্তর্জাতিক অঙ্গনে বর্ধিত, স্বতন্ত্র সরকারি সনদ অর্জনের মাধ্যমে।

বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুনঃ-

ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট

মমতাজ প্লাজা (৫মতলা )

( ল্যাবএইড হাসপাতালের বিপরীতপাশে),

বাড়ি# ৭, রোড# ৪, ধানমন্ডি, ঢাকা।

ফোনঃ

ইশতিয়াক: ১৯৯০ ৭৭ ৯৭ ৯৬ , ০১৬৮৮ ১০ ৫১ ২২

 

About CIT-Inst

Check Also

২৪ বছর পর হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পেলেন বাবা-মা!

কি বলবেন একে, অবিশ্বাস্য? রূপকথার গল্প? লেখাটা পড়ার পর তা আপনি বলতেই পারেন। এ যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *