স্বল্প বাজেটের ভেতরে ব্যবহারকারীদের চাহিদা পূরণ করে খুব কম সময়ে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে শাওমি রেডমি সিরিজ । শাওমির নতুন মডেল বাজারে এসেছে। রেডমি নোট ৫এ মডেলের ফোনটিতে রয়েছে ৫ ইঞ্চির ডিসপ্লে। সেটটিতে ৩০০০ এমএএইচ ব্যাটারি দেয়া আছে, যা ৮ দিন স্ট্যান্ডবাই সাপোর্ট প্রদান করবে। ইন্টারনাল মেমোরি রয়েছে ১৬ জিবি। ব্যবহার করা হয়েছে ১৩ মেগা পিক্সেল রেয়ার ক্যামেরা। গ্রে, গোল্ড ও রোজ গোল্ড এ তিনটি রঙে পাওয়া যাবে রেডমি ৫। স্ন্যাপড্রাগন ৪২৫ কোয়াড-কোর প্রসেসরের সঙ্গে ২ জিবি র্যামের সমন্বয় ডিভাইসটিকে করে তুলেছে আরও গতিশীল। অ্যালুমিনিয়াম বডির ফোনটির ওজন মাত্র ১৩৭ গ্রাম।
সাধারণ ব্যবহারের জন্য খুবই ভাল কাজ করবে ফোনটি। দীর্ঘস্থায়ী ব্যাটারির কারণে সম্মুখীন হতে হবে না চার্জ জনিত কোনো সমস্যার। বাংলাদেশি মুদ্রামান অনুযায়ী ১০ হাজার ৯৯০ টাকা দাম পড়বে রেডমি ৫ মডেলের এই ফোনটির।
সম্পূর্ণ প্লাস্টিকে তৈরি হলেও রেডমি নোট ৫এ ফোনটির বডি বেশ ভালো মানের। ডিজাইনের দিক থেকে রেডমি ৩ ও রেডমি ৪-এর সঙ্গে বেশ মিল রয়েছে। ফোনটির ওপরে ও নীচের অংশে রয়েছে অ্যান্টেনা লাইন, যা দেখতে দৃষ্টিকটু লাগতে পারে।
ডানপাশে একই সঙ্গে ভলিউম ও পাওয়ার বাটন থাকায় বাহাঁতিদের ব্যবহারে কিছুটা সমস্যা হবে, স্ক্রিনশট নেওয়াও কিছুটা কষ্টসাধ্য। সিম ও মেমরিকার্ড স্লট রয়েছে বাম পাশে, দুটি সিম ও একটি মেমরি কার্ড একসঙ্গেই ব্যবহার করা যাবে। ফোনটির ওপরে রয়েছে হেডফোন জ্যাক, ইনফ্রারেড ব্লাস্টার, নীচে রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট ও স্পিকার। ডিসপ্লের নিচে রয়েছে ক্যাপাসিটিভ বাটন, ওপরে রয়েছে ইয়ারপিস ও ফ্রন্ট ক্যামেরা। সব মিলিয়ে ডিজাইন ও তৈরির মানে কোনও কমতি নেই। অ্যালুমিনিয়াম বডি হলে ফোনটি আরও শক্তপোক্ত হতে পারত।
বিগত বছরগুলো থেকেই ৫ দশমিক ৫ ইঞ্চি ফোনে ৭২০পি রেজুলেশন ব্যবহার বন্ধ হয়ে গেলেও এ ফোনে এমন রেজুলেশনই ব্যবহার করা হয়েছে। তবে ডিসপ্লের পিক্সেল ঘনত্ব যথেষ্ট বেশি। যারা ভিআর কনটেন্ট দেখার জন্য ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য ফোনটি এড়িয়ে যাওয়াই ভালো হবে। ডিসপ্লের কনট্রাস্ট, ব্রাইটনেস ও কালার যথেষ্ট ভালো। ফোনটির চিপসেটের জন্য ৭২০পি রেজুলেশন ১০৮০পি ফুল এইচডির চেয়ে অধিক মানানসই।
কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪২৫ প্রসেসরটি বাজেট ডিভাইস লক্ষ্য করে তৈরি। ফলে গেইমিং বা ভারি কাজের বদলে দৈনন্দিন সকল কাজ সুন্দরভাবে চালানোর জন্যই এটি তৈরি। কোয়াডকোর প্রসসেরটি কোনও কিছুতে হ্যাং না করলেও দ্রুততার সঙ্গে কাজ করতে ঠিক মানিয়ে নিতে পারে না। তবে ৬৪বিট প্রযুক্তির হওয়ায় অন্তত দ্রুতই পুরাতন হচ্ছে না।
জিপিউটিও দৈনন্দিন কাজের জন্যই তৈরি, গেইমিং নয়। বেশিরভাগ গেইম ফোনটিতে খেলা যাবে, যদিও হাই গ্রাফিক্সে নয়। হাই গ্রাফিক্সের গেইমগুলোতে ল্যাগ পাওয়া গিয়েছে। ৭২০পি রেজুলেশনের ডিসপ্লে থাকায় অবশ্য ল্যাগ প্রকট নয়। আজকাল ২ গিগাবাইট র্যাম বাহুল্য নয় প্রয়োজন। তাই অনেক বেশি মাল্টিটাস্কিং করতে রেডমি নোট ৫এ অক্ষম হলেও র্যামের স্বল্পতা না থাকায় অ্যাপ ক্র্যাশ করবে না।
ফোনটির মূল দূর্বলতা ১৬ গিগাবাইট রম। প্রায় সকল অ্যাপই ফোন মেমরিতে ইন্সটল করতে হয়। সেক্ষেত্রে মাত্র ১১ গিগাবাইট খালি ইন্টারনাল মেমরি খুব দ্রুতই ফুরিয়ে যাবে। মেমরি কার্ড ব্যবহার খুবই জরুরি।
বাজেট ডিভাইসে সাধারণত চলনসই মানের ক্যামেরা ব্যবহার করা হয়। শাওমি রেডমি নোট ৫এ এর কিছুটা ব্যাতিক্রম। একদম ফ্ল্যাগশিপ মানের না হলেও, স্মৃতি ধরে রাখার জন্য ছবিগুলোর মান যথেষ্ট। ছবিতে কালার ব্যালেন্স বেশ ভালো, কনট্রাস্ট ও নয়েজ সঠিকভাবে ব্যালেন্স করলেও ছবির কালারের ঔজ্জ্বল্য কিছুটা কম।
অল্প আলোতে নয়েজ কম দেখা গেলেও ছবিতে ডিটেইলও কমে যাওয়ার প্রবণতা রয়েছে। এইচডিআর মোড ব্যবহার না করলে ছবিতে ডিটেইল কম পাওয়া যাবে। ভিডিওর ক্ষেত্রেও পারফরমেন্স খারাপ নয়। স্ট্যাবিলাইজেশন আর ডিটেইলের অভাব ভাবাবে। সেলফি ক্যামেরা মূল্য অনুযায়ী যথেষ্ট ভালো। এ ক্ষেত্রে ডিটেইলের একটু স্বল্পতা রয়ে গেছে। সব মিলিয়ে ক্যামেরার জন্য শাওমি রেডমি নোট ৫এ বাজেট অনুসারে বেশ ভালো।
লাউডস্পিকার অথবা হেডফোন কোথাও সাউন্ডের কমতি না থাকলেও অসাধারণ সাউন্ড ফোনটি থেকে আশা করা ভুল। যারা গান শোনার জন্য ফোন খুঁজছেন তারা হেডফোন অ্যাম্প ব্যবহার করতে পারেন।
বড়সড় ব্যাটারি আর স্ন্যাপড্রাগন ৪০০ সিরিজের প্রসেসর একসঙ্গে বেশ ভালো ব্যাটারি লাইফ দিয়েছে। অন্তত ৩ দিন স্ক্রিন অন টাইম ফোনটি থেকে পাওয়া যাবে। তবে সঙ্গে থাকা চার্জারটি মাত্র এক অ্যাম্পেয়ারের হওয়ায় ফুল চার্জ হতে অনেক সময় লেগে যাবে। যদি কোয়ালকম কুইকচার্জ ২ সমর্থিত চার্জার ব্যবহার করা যায় তাহলে দেড় থেকে দুই ঘন্টায় ফোন ফুল চার্জ হয়ে যাবে।
মূল্য অনুযায়ী যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে শাওমি রেডমি নোট ৫এ ফোনটি। তবে দেশের বাজারে কাছাকাছি মূল্যের আরও ফোন রয়েছে, যেগুলো পারফরমেন্সের দিক থেকে তেমন পিছিয়ে নেই। তাই ফোনটি কেনার আগে বাজার ঘুরে দেখাই ভালো।