আকাশের দিকে তাকিয়ে পাখিদের দেখে উড়তে ইচ্ছে করে নি, এমন মানুষের সংখ্যা বোধহয় কম নেই। ইশ! আমিও যদি ডানা মেলে উড়তে পারতাম! চাইলেই তো আর পাখির মত ওড়া সম্ভব নয়। তবে পাখিদের নিয়ে চাইলে করা যেতে পারে গবেষণা, তাদের আচার আচরণ, ডিম পাড়ার ধরণ ধারণ কিংবা পাখির বাসা কেমন হয় তা নিয়ে বিস্তর গবেষণা। পৃথিবীতে পাখিদের নিয়ে মেতে আছেন, এমন মানুষের সংখ্যা নেহায়েত কম নয়। নানাভাবে তারা পাখির ডিম সংগ্রহ করেন, বিলুপ্তপ্রায় পাখিদের খোঁজে চলে যান প্রত্যন্ত সব অঞ্চলে।
আজ প্রিয়লেখার পাতায় আপনাদের দেয়া হবে এমনই কিছু বিরল প্রজাতির পাখির বাসা ও তাদের ডিমের ছবিঃ
ছবিগুলো সংগ্রহ করা হয়েছে এই সাইটটি থেকে। ছবিগুলো তুলেছেন যথাক্রমেঃ
১) চার্লস রবার্টসন
২) সাইমন ল
৩) ডোনাল্ড হাইন্স
৪) মাইক স্কট
৫) বিল প্যাজেট
৬) জন হাজলাম
৭) ট্রাভিস রিগেল, লুকাস হারলান
৮) মার্ক