বর্তমানে আবহাওয়াটা কেমন যেন তাই না? দিনের বেলা সূর্যের অসহনীয় তাপদাহ আর রাত বাড়ার সাথে সাথে কেমন যেন আবহাওয়াটা ঠাণ্ডা হতে থাকে। ভোরবেলা সূর্যি মামাটার কুয়াশা ভেদ করে উঠতে বেশ কষ্টই হয় হেমন্তের সকালে। শীতের আগমনী বার্তা নিয়ে আসছে আর সাথে আসছে নানা রকমের অসুস্থতা।
সারাদিন ক্লান্ত হয়ে ঘেমে নেয়ে একাকার হয়ে ঘরে ফিরে ইচ্ছা হয় ফ্রিজ থেকে পানি পান করতে। ঠাণ্ডা পানি পান করে অনেক শান্তি পাচ্ছেন তাই না? কিংবা জ্যামে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ। তেষ্টায় বুক ফেটে যাচ্ছে? পাশের দোকানে সাজানো রয়েছে সারি সারি কোল্ড ড্রিংকস কিংবা বিভিন্ন আকারে আইসক্রিম। মাথার উপরে প্রচণ্ড রোদ আর আপনি খাচ্ছেন ঠাণ্ডা পানি, ড্রিংকস কিংবা আইসক্রিম, আহ! ভাবতেই শান্তি লাগে তাই না? কিন্তু এই গরমে ঠাণ্ডা যে আপনার কি বিপদ ডেকে আনছে তা আপনি ভাবতেও পারবেন না।
হয়ত আপনি রাতে সুস্থ অবস্থাতেই ঘুমাতে গেলেন কিন্তু ঘুম থেকে উঠে দেখেন গলায় প্রচণ্ড ব্যথা কথা পর্যন্ত বের হচ্ছে না। ভাবছেন এই গরমে ঠাণ্ডা লাগে কি করে? আবার অনেকেই আমরা গলাব্যথা মানেই মনে করি টনসিলের সমস্যা, কিংবা গলা ফুলে গেলেই ধরে নেই টনিসিলাইটিস। তবে আসুন আজ প্রিয়লেখার পাতায় জেনে নেই টনসিলাইটিস কি? কেন হয়? লক্ষণ কি আর প্রতিকারটাই বা কি করে করতে হয়।
টনসিল কী?
আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের চারটি অংশ রয়েছে।মুখের ভেতরের (লিঙ্গুয়াল, প্যালাটাইন, টিউবাল ও অ্যাডেনয়েড )এই চারটি অংশের যে কোন একটির প্রদাহ হলেই তাকে টনসিলাইটিস বলা যেতে পারে। তাই বলে সব গলা ব্যথা কিন্তু টনসিলের সমস্যা নয়। তবে একবার কারো টনসিলাইটিস হয়ে থাকলে বিভিন্ন কারণে বারবার হওয়ার সম্ভাবনা থাকে।
অনেকের ভ্রান্ত ধারনা যে শুধু শিশুরাই এই রোগে আক্রান্ত হতে পারে কিন্তু তা নয় যে কোন বয়সের মানুষই আক্রান্ত হতে পারেন।
টনসিলাইটিস হলে যেসব লক্ষণ প্রকাশ পায়-
আসুন তবে জেনে নেই রোগের প্রতিকার-
ঋতু পরিবর্তনের এই সময়টায় নিজের খেয়াল রাখুন। হয়ত আপনার একটু সাবধানতায় পারে আপনার সুস্থতা নিশ্চিত করতে। ভালো থাকুন, ভালো রাখুন আর প্রিয়লেখার সাথে থাকুন।
তথ্য ও ছবি সুত্রঃ ইন্টারনেট