আগের দিনই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন ফ্যানদের ইচ্ছেমত ট্রল করেছেন। কোস্টারিকার বিপক্ষে ম্যাচ চলাকালীন সময়ে আজ ব্রাজিল ভক্তরা কি তাই একটু হলেও ভয় পেয়ে যাননি? টানা দুই ম্যাচে পয়েন্ট হারালে তাদের বিশ্বকাপ স্বপ্নও যে বড় ধাক্কা খেত!
না, ধাক্কা খেতে হয়নি ব্রাজিলকে। বলা চলে, ধাক্কা খেতে দেননি একজন, ফিলিপে কুটিনহো। আগের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে গোল করা কুটিনহোই আজ মুখ রেখেছেন ব্রাজিলের। নির্ধারিত ৯০ মিনিট শেষে যখন গোলশূন্য ড্রয়ের আশঙ্কা ব্রাজিল শিবিরে, ঠিক তখনই গ্যাব্রিয়েল জেসুসের পাস থেকে কোস্টারিকা গোলকিপার কেইলর নাভাসের দুই পায়ের ফাঁক দিয়ে বল পাঠিয়ে দেন জালে। নেইমারের গোল এসেছে একেবারে শেষ মুহূর্তে বাড়তি আনন্দের খোরাক হয়ে, তবে ব্রাজিলের জয়ের নায়ক এদিক কুটিনহোই। ম্যান অফ দ্য ম্যাচও তাই তিনিই।
অথচ গোল পাওয়া ছাড়া নির্ধারিত সময়ে আর সবই করেছে ব্রাজিল। আগের ম্যাচে দ্বিতীয়ার্ধে ম্রিয়মাণ লাগলেও এদিন প্রায় পুরোটা সময় জুড়েই নিজেদের ফুটবল শৈলীর প্রদর্শনী দেখিয়েছে ব্রাজিল। একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে উঠেছিল কোস্টারিকা রক্ষণভাগ। প্রতিবারই তাদের ত্রাতা হয়ে এসেছেন গোলকিপার কেইলর নাভাস। ক্যারিয়ারের অন্যতম সেরা ম্যাচটাই বোধহয় আজ খেলেছেন নাভাস। নেইমার-জেসুসদের কম করে হলেও পাঁচ থেকে ছয়টি নিশ্চিত গোল ঠেকিয়ে দিয়েছেন তিনি।
এছাড়া ভাগ্যও কিছুটা বিমুখ ছিল ব্রাজিলের উপর। না হলে জেসুসের শট কেন বারে লেগে ফিরবে? কেন একবার পেনাল্টি পেয়েও ভিএআরের সহায়তায় সেটি বাতিল হবে? কিন্তু ভাগ্য তো শেষ পর্যন্ত বীরপুরুষদের পক্ষেই থাকে! শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের দুই গোলের সুবাদেই তাই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে তিতের দল।
এই জয়ে শেষ ষোলো নিশ্চিত করার খুব কাছাকাছি পৌঁছে গেলো ব্রাজিল। আর টানা দুই পরাজয়ে বিশ্বকাপ শেষ হয়ে গেলো কোস্টারিকার।