সার্চ ইঞ্জিন জায়ান্ট-গুগল একটি ওয়েবসাইট রেঙ্কিং এর ক্ষেত্রে কন্টেন্ট ইউনিক থাকার বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে থাকে। আপনি হয়তো পরিশ্রম করে ইউনিক আর্টিকেল লিখে যাচ্ছেন কিন্তু কেউ কেউ হয়তো আপনার আর্টিকেল কপি করে তাদের সাইটে পাবলিশ করে দিতে পারে।
এর ফলে আপনার সাইট রেঙ্কিং এবং ভিজিটর হারাতে পারে। ক্ষেত্রবিশেষ, কপিকৃত সাইট এর উক্ত পেইজ আপনার অরিজিনাল আর্টিকেল এর চাইতে ভালো রেঙ্ক-এও যেতে পারে।
আজকের এই টিউটোরিয়াল এর মাধ্যমে আমরা জানতে পারব যে, কীভাবে আপনি এই রকম ডুপ্লিকেট পেইজগুলোকে গুগল এর নিকট রিপোর্ট করতে হয়।ডুপ্লিকেট পেইজগুলোর জন্য রিপোর্ট দিলে, গুগল ওই সকল পেইজগুলো সার্চ ইন্ডেক্স থেকে সরিয়ে নিবে এবং আপনার রেঙ্কিং পূনর্বহাল থাকবে।প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য গুগল সাধারণত ২ থেকে ১০ দিন সময় নিয়ে থাকে।
আপনার সাইট থেকে কপি করা হয়েছে এমন সাইটগুলোকে খুঁজে বের করার বেশ কিছু সার্ভিস রয়েছে। এর মধ্যে জনপ্রিয় ২ টি সার্ভিস হচ্ছে, Grammarly এবং Copyscape।
এছাড়া আপনি চাইলে যে কোন লাইন কপি করে ২ টি Inverted Comma এর মধ্যে উক্ত লাইন রেখে সার্চ দিলেও পেতে পারেন।
এছাড়া আপনি চাইলে আপনার ব্লগে TYNT script ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে কপি-পেস্ট স্পেমারদের সাইটের সাথে লিংক ব্যাক হবে এবং আপনি জানতে পারবেন কারা আপনার আর্টিকেল কপি করেছে।
কপি কন্টেন্ট সাইট চিহ্নিত করার পর Google DMCA page এ যেতে হবে। সেখানে সিলেক্ট করতে হবে “Web Search”।
উদাহরণ হিসেবে আমি “Blogger” সিলেক্ট করছি।
এই অপশনগুলো সিলেক্ট করার পর একটি ফর্ম পেইজ লিংক দেয়া হবে এবং সেখানে আপনি উক্ত পেইজগুলোর বিরুদ্ধে রিপোর্ট করতে পারবেন।
এখন আপনার প্রয়োজন হয় এমন ফর্মটি পূরণ করে লিঙ্কসমূহ রিপোর্ট করুন। সবকিছু ঠিক থাকলে, কয়েকদিন এর মধ্যেই এই কপিকৃত আর্টিকেল পেইজ গুলো সরিয়ে দেয়া হবে।
আশা করছি এখন আপনিও পারবেন কপি কন্টেন্ট স্প্যামারদের পেইজ গুগল থেকে সরাতে। তাহলে দেরী কেন? চেস্টা করে দেখুন আজই। ধন্যবাদ