প্রত্যেকটি ঋতু কিভাবে বদলায় আর তার সাথে কি রকম অনুভূতি জেগে ওঠে আক্ষরিক অর্থেই কি আপনি তা জানতে চান? তবে খুঁজে নিন একজন সাইনোসাইটিস আক্রান্ত ব্যক্তিকে। হাওয়া বদলের সাথে সাথে তাদের নাকের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার যে দামামা বেজে ওঠে, শুধু সাইনোসাইটিস আক্রান্ত ব্যথিত প্রাণরাই টের পায় সে সুর কত বেদনাদায়ক!
সাইনোসাইটিস এমন একটি সমস্যা যে কখনই আগে থেকে বলে কয়ে আসে না। হঠাৎ করেই হয়তো মাঝরাতে শুরু হয়ে গেল প্রচণ্ড মাথা ব্যথা। কি করবেন তখন? অতোরাতে কে এগিয়ে আসবে আপনার জন্য? এই প্রশ্নের উত্তর খুঁজতেই বেশ জরুরী ভিত্তিতে আবিষ্কৃত হয়েছে সাইনোসাইটিসের কয়েকটি ঘরোয়া প্রতিষেধক।
আপনি যদি সাইনোসাইটিস নামক যন্ত্রণাদায়ক রোগটির শিকার হয়ে থাকেন তবে আমাদের আজকের এই পোস্টটি আপনাকে উৎসর্গ করেই লেখা হল।
বিভিন্ন ধরণের তেলের ব্যবহারে সাইনোসাইটিস নিরাময়
প্রয়োজনীয় উপকরনঃ
ব্যবহার প্রণালীঃ
সাইনোসাইটিসের মহা ওষুধ আপেল সিডার ভিনেগার
প্রয়োজনীয় উপকরনঃ
ব্যবহার প্রণালীঃ
প্রয়োজনমত উষ্ণ গরম পানির সাথে আপেল সিডার ভিনেগার মিশিয়ে পান করুন। চাইলে এই মিশ্রণটি দিয়ে কুলকুচিও করতে পারেন, এতেও ভালো ফল পাবেন। সপ্তাহে দুইবার এই পানীয়টি পান করতে পারবেন।
সহজ সমাধান আদা চায়ে!
প্রয়োজনীয় উপকরনঃ
ব্যবহার প্রণালীঃ
সাইনোসাইটিস প্রতিরোধে মধু
প্রয়োজনীয় উপকরনঃ
ব্যবহার প্রণালীঃ
সাইনোসাইটিস দূর করবে নারিকেল তেল
প্রয়োজনীয় উপকরনঃ
১ চা চামচ নারিকেল তেল
ব্যবহার প্রণালীঃ
আপনার চিকিৎসার ভয়ে সাইনোসাইটিস আর কক্ষনও ফিরে আসবে না!